০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

বিশ্ব সুন্দরীর মুকুট উঠল থাইল্যান্ডের সুশাতার মাথায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 32

ছবি সংগৃহীত

 

 

বিশ্ব সুন্দরীদের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭২তম আসরে বিজয়ীর মুকুট উঠেছে থাইল্যান্ডের ওপাল সুশাতা চুয়াংস্রির মাথায়। শুক্রবার (৩১ মে) ভারতের তেলেঙ্গানার হাইটেক্স এক্সিবিশন সেন্টারে আয়োজিত জমকালো চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় ২২ বছর বয়সী এই থাই সুন্দরীকে

বিজ্ঞাপন

অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী, গত বছরের বিশ্ব সুন্দরী ক্রিস্টিনা নতুন বিজয়ী ওপালার মাথায় নিজ হাতে পরিয়ে দেন সেরার মুকুট। এটি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার অন্যতম ঐতিহ্যবাহী রীতি, যেখানে পূর্ববর্তী জয়ী নতুন রাণীকেও স্বাগত জানান।

চূড়ান্ত পর্বে ওপালাকে টেক্কা দিতে অংশ নেন ১০৮টি দেশের সুন্দরীরা। এতে প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট দেরেজে আদামাসু এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন পোল্যান্ডের মাজা ক্লায়ডা।

পুরো আয়োজনে ছিল এক মাসব্যাপী ঐতিহাসিক স্থান পরিদর্শন, সাংস্কৃতিক প্রদর্শনী, সামাজিক সচেতনতা কর্মসূচি ও নারীর ক্ষমতায়ন নিয়ে নানা কার্যক্রম। চূড়ান্ত মঞ্চে আসতে হলে প্রতিযোগীদের অতিক্রম করতে হয়েছে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’, ‘টপ মডেল’, ‘বিউটি উইথ অ্যা পারপাস’, ‘ট্যালেন্ট’, ‘স্পোর্টস’ ও ‘মাল্টিমিডিয়া’-সহ একাধিক ধাপ।

এইসব ধাপ পেরিয়ে বাছাই করা হয় ৪০ জন কোয়ার্টার ফাইনালিস্ট, সেখান থেকে মহাদেশভিত্তিক শীর্ষ ১০, পরে সেরা ৫ এবং অবশেষে শীর্ষ দুইজনের মধ্য থেকে নির্বাচিত হয় বিশ্বসুন্দরী।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাবেক মিস ওয়ার্ল্ড স্টেফানি ডেল ভালে এবং ভারতীয় টেলিভিশন সঞ্চালক সাচিন কুম্ভার।

থাইল্যান্ডের ফুকেটের বাসিন্দা ওপাল সুশাতা এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। ২০২৪ সালে তিনি ‘মিস ইউনিভার্স থাইল্যান্ড’ খেতাব জেতেন। পরে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৪’-এ অংশ নিয়ে ১২৫ দেশের সুন্দরীদের মধ্যে তৃতীয় রানারআপ হন।

অসাধারণ সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং সমাজসেবার চেতনায় অনুপ্রাণিত এই তরুণী এখন বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়নের অন্যতম মুখ হয়ে উঠবেন বলেই প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

বিশ্ব সুন্দরীর মুকুট উঠল থাইল্যান্ডের সুশাতার মাথায়

আপডেট সময় ০২:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

 

 

বিশ্ব সুন্দরীদের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭২তম আসরে বিজয়ীর মুকুট উঠেছে থাইল্যান্ডের ওপাল সুশাতা চুয়াংস্রির মাথায়। শুক্রবার (৩১ মে) ভারতের তেলেঙ্গানার হাইটেক্স এক্সিবিশন সেন্টারে আয়োজিত জমকালো চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় ২২ বছর বয়সী এই থাই সুন্দরীকে

বিজ্ঞাপন

অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী, গত বছরের বিশ্ব সুন্দরী ক্রিস্টিনা নতুন বিজয়ী ওপালার মাথায় নিজ হাতে পরিয়ে দেন সেরার মুকুট। এটি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার অন্যতম ঐতিহ্যবাহী রীতি, যেখানে পূর্ববর্তী জয়ী নতুন রাণীকেও স্বাগত জানান।

চূড়ান্ত পর্বে ওপালাকে টেক্কা দিতে অংশ নেন ১০৮টি দেশের সুন্দরীরা। এতে প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট দেরেজে আদামাসু এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন পোল্যান্ডের মাজা ক্লায়ডা।

পুরো আয়োজনে ছিল এক মাসব্যাপী ঐতিহাসিক স্থান পরিদর্শন, সাংস্কৃতিক প্রদর্শনী, সামাজিক সচেতনতা কর্মসূচি ও নারীর ক্ষমতায়ন নিয়ে নানা কার্যক্রম। চূড়ান্ত মঞ্চে আসতে হলে প্রতিযোগীদের অতিক্রম করতে হয়েছে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’, ‘টপ মডেল’, ‘বিউটি উইথ অ্যা পারপাস’, ‘ট্যালেন্ট’, ‘স্পোর্টস’ ও ‘মাল্টিমিডিয়া’-সহ একাধিক ধাপ।

এইসব ধাপ পেরিয়ে বাছাই করা হয় ৪০ জন কোয়ার্টার ফাইনালিস্ট, সেখান থেকে মহাদেশভিত্তিক শীর্ষ ১০, পরে সেরা ৫ এবং অবশেষে শীর্ষ দুইজনের মধ্য থেকে নির্বাচিত হয় বিশ্বসুন্দরী।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাবেক মিস ওয়ার্ল্ড স্টেফানি ডেল ভালে এবং ভারতীয় টেলিভিশন সঞ্চালক সাচিন কুম্ভার।

থাইল্যান্ডের ফুকেটের বাসিন্দা ওপাল সুশাতা এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। ২০২৪ সালে তিনি ‘মিস ইউনিভার্স থাইল্যান্ড’ খেতাব জেতেন। পরে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৪’-এ অংশ নিয়ে ১২৫ দেশের সুন্দরীদের মধ্যে তৃতীয় রানারআপ হন।

অসাধারণ সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং সমাজসেবার চেতনায় অনুপ্রাণিত এই তরুণী এখন বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়নের অন্যতম মুখ হয়ে উঠবেন বলেই প্রত্যাশা।