ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিঃশব্দ আতঙ্কের ছায়া: বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিসের বৈজ্ঞানিক রহস্য। রংপুরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই ৫ আগস্ট ঘিরে : স্বরাষ্ট্র উপদেষ্টা মতলব উত্তরে কিস্তি নিয়ে বিরোধ, চাচার ঘুষিতে প্রাণ গেল ভাতিজার সাবেক প্রধান বিচারপতির সাত দিনের রিমান্ড মঞ্জুর লেস্টারে ইতিহাস গড়া দাওয়াতি সম্মেলন, শুরু হলো নতুন দাওয়াতি যুগ নিখোঁজের পর ইউনিয়ন পরিষদের টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার রিয়ালে ১০ নম্বর জার্সির নতুন উত্তরাধিকারী এমবাপে অভিনেত্রী নন্দিনীর গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু শুল্কবিরতির মেয়াদ বাড়বে কিনা, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

মেসির জোড়া গোল ও অ্যাসিস্ট ম্যাজিকে কলাম্বাসকে উড়িয়ে দিলো মায়ামি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 25

ছবি সংগৃহীত

 

 

চেজ স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে কলাম্বাস ক্রু-কে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। দলের হয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। একটি করে গোল করেছেন লুইস সুয়ারেজ, তাদেও আয়েন্দে ও ফাফা পিকল্ট।

ম্যাচের শুরু থেকেই বলের দখল এবং আক্রমণে আধিপত্য বিস্তার করে মায়ামি। পুরো ম্যাচে ৫১ শতাংশ বল দখলে রেখে নেয় ১৪টি শট, যার মধ্যে সাতটি ছিল অন টার্গেট। বিপরীতে কলাম্বাস নেয় ১২টি শট, কিন্তু কেবল একটি ছিল লক্ষ্যে।

ম্যাচের ১৩তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন আয়েন্দে। মাঝমাঠ থেকে মেসির ফ্রি-কিক ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ওয়ান-অন-ওয়ান পজিশনে গোলরক্ষককে পরাস্ত করেন চিলিয়ান মিডফিল্ডার।

মাত্র দুই মিনিট পর, ১৫তম মিনিটে আবারও মেসির জাদু। কলাম্বাস গোলরক্ষক নিকোলাস হাগেন ভুল করে বল ক্লিয়ার করতে গিয়ে সরাসরি মেসির পায়ে বল দিয়ে বসেন। সুযোগ হাতছাড়া না করে বাঁ পায়ে কোনাকুনি শটে বল পাঠান জালে। হাগেন দুইবার চেষ্টা করেও বল ঠেকাতে ব্যর্থ হন।

এর আট মিনিট পর, ২৩তম মিনিটে, সার্জিও বুসকেটসের লম্বা পাস ধরে ডিবক্সে ঢুকে ওয়ান অন ওয়ান পজিশনে চিপ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। ফলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে সান্ত্বনার একটি গোল পায় কলাম্বাস। বাঁদিক থেকে চামবোস্টের কর্নার হেডে জালে পাঠান সেজার রুবালকাবা। তবে পরপরই গোল হজমের জবাব দেয় মায়ামি। ৬৩তম মিনিটে সেগোভিয়ার পাস থেকে নিঁখুত শটে গোল করেন সুয়ারেজ।

ম্যাচের শেষ মুহূর্তে আবারও আলো ছড়ান মেসি। প্রতিপক্ষের রক্ষণকে ছড়িয়ে দিয়ে খালি জায়গায় বল বাড়ান পিকল্টকে। হাইতির এই ফরোয়ার্ড ওয়ান অন ওয়ান পজিশনে সহজেই বল জালে পাঠান।

এই জয়ের মাধ্যমে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তিনে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে রয়েছে ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট পাওয়া ফিলাডেলফিয়া।

নিউজটি শেয়ার করুন

মেসির জোড়া গোল ও অ্যাসিস্ট ম্যাজিকে কলাম্বাসকে উড়িয়ে দিলো মায়ামি

আপডেট সময় ১২:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

 

 

চেজ স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে কলাম্বাস ক্রু-কে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। দলের হয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। একটি করে গোল করেছেন লুইস সুয়ারেজ, তাদেও আয়েন্দে ও ফাফা পিকল্ট।

ম্যাচের শুরু থেকেই বলের দখল এবং আক্রমণে আধিপত্য বিস্তার করে মায়ামি। পুরো ম্যাচে ৫১ শতাংশ বল দখলে রেখে নেয় ১৪টি শট, যার মধ্যে সাতটি ছিল অন টার্গেট। বিপরীতে কলাম্বাস নেয় ১২টি শট, কিন্তু কেবল একটি ছিল লক্ষ্যে।

ম্যাচের ১৩তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন আয়েন্দে। মাঝমাঠ থেকে মেসির ফ্রি-কিক ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ওয়ান-অন-ওয়ান পজিশনে গোলরক্ষককে পরাস্ত করেন চিলিয়ান মিডফিল্ডার।

মাত্র দুই মিনিট পর, ১৫তম মিনিটে আবারও মেসির জাদু। কলাম্বাস গোলরক্ষক নিকোলাস হাগেন ভুল করে বল ক্লিয়ার করতে গিয়ে সরাসরি মেসির পায়ে বল দিয়ে বসেন। সুযোগ হাতছাড়া না করে বাঁ পায়ে কোনাকুনি শটে বল পাঠান জালে। হাগেন দুইবার চেষ্টা করেও বল ঠেকাতে ব্যর্থ হন।

এর আট মিনিট পর, ২৩তম মিনিটে, সার্জিও বুসকেটসের লম্বা পাস ধরে ডিবক্সে ঢুকে ওয়ান অন ওয়ান পজিশনে চিপ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। ফলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে সান্ত্বনার একটি গোল পায় কলাম্বাস। বাঁদিক থেকে চামবোস্টের কর্নার হেডে জালে পাঠান সেজার রুবালকাবা। তবে পরপরই গোল হজমের জবাব দেয় মায়ামি। ৬৩তম মিনিটে সেগোভিয়ার পাস থেকে নিঁখুত শটে গোল করেন সুয়ারেজ।

ম্যাচের শেষ মুহূর্তে আবারও আলো ছড়ান মেসি। প্রতিপক্ষের রক্ষণকে ছড়িয়ে দিয়ে খালি জায়গায় বল বাড়ান পিকল্টকে। হাইতির এই ফরোয়ার্ড ওয়ান অন ওয়ান পজিশনে সহজেই বল জালে পাঠান।

এই জয়ের মাধ্যমে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তিনে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে রয়েছে ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট পাওয়া ফিলাডেলফিয়া।