জাপান সফরে ছয়টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

- আপডেট সময় ০২:৩১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 28
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাপান সফরের তৃতীয় দিনে শুক্রবার (৩০ মে) বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনীতি, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা বিষয়ে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
টোকিওতে আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’-এ এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ ও জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ইউনূস নিজেই।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকসমূহের মধ্যে রয়েছে:
জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন (JBIC) এবং বাংলাদেশের শক্তি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
— শক্তি খাতে প্রকল্প বাস্তবায়নে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার।
অনোডা ইনক ও বাংলাদেশ এসইজেড লিমিটেড (BSEZ)
— গ্যাস মিটার স্থাপন প্রকল্প বাস্তবায়ন ও বিএসইজেডের জমি লিজ চুক্তি।
নক্সিস কোং লিমিটেড ও BSEZ
— পোশাক খাতে ব্যবহৃত আনুষঙ্গিক উপকরণ তৈরির জন্য জমি সাব-লিজ চুক্তি।
গ্লেফিট ও মুসাসি সিমিতসু ইন্ডাস্ট্রি, বিআইডিএ’র সহায়তায়
— ব্যাটারি চালিত সাইকেল ও বৈদ্যুতিক মোটরসাইকেল তৈরির কারখানা স্থাপন।
সিফার কোর কো. লিমিটেড
— ২০ মিলিয়ন ডলার বিনিয়োগে তথ্য নিরাপত্তা ভিত্তিক একটি জাতীয় পাইলট প্রকল্প চালুর উদ্যোগ।
জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (JICA) ও বিআইডিএ
— ইনটিগ্রেটেড সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম (ISWP) উন্নয়নে কারিগরি সহায়তা।
অনুষ্ঠানে বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, “এখন বাস্তবায়ন করা আমাদের কাজ। আমরা ইতিহাসে দেখাতে চাই—এটি নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে। এটা শুধুই অর্থ উপার্জনের বিষয় নয়, বরং মানুষের জীবন পরিবর্তনের বিষয়।”
তিনি আরও বলেন, “গত ১৬ বছরে বাংলাদেশে ক্রমাগত ভূমিকম্প হয়েছে, যার ফলে কিছুই ঠিকঠাক হয়নি। এমন এক সময় একজন ভালো বন্ধু হিসেবে জাপান পাশে এসে দাঁড়িয়েছে। আমি এখানে এসেছি ধন্যবাদ জানাতে ও ভবিষ্যতের রূপরেখা তৈরির উদ্দেশ্যে।”
জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (METI) উপমন্ত্রী শিনজি টেকুচি জানান, বাংলাদেশে জাপানি কোম্পানির সংখ্যা এখন ৩০০ ছাড়িয়েছে, যা ১০ বছর আগের তুলনায় প্রায় তিন-চতুর্থাংশ বেশি।
অনুষ্ঠানে জেট্রো’র চেয়ারম্যান ও সিইও নরিহিকো ইশিগুরো স্বাগত বক্তব্য দেন। এছাড়া জাপান বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (JBCCEC)’র চেয়ারম্যান, বোর্ড সদস্য এবং মারুবেনি করপোরেশনের নির্বাহী করপোরেট উপদেষ্টাসহ অন্যান্য প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।
এই সফর এবং স্বাক্ষরিত চুক্তিগুলো বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।