ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে রাশিয়ার ‘উসকানিমূলক’ মন্তব্যের কড়া নিন্দা জানালো যুক্তরাষ্ট্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 12

ছবি: সংগৃহীত

 

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের বিরুদ্ধে যুদ্ধের উসকানি দেয়ার অভিযোগ তুলেছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন প্রেসিডেন্টের দূত কিথ কেলগ।

সম্প্রতি মেদভেদেভ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় কেলগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় লিখেছেন, “তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় জাগানো মেদভেদেভের মন্তব্য দুর্ভাগ্যজনক, বেপরোয়া এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অনুপযুক্ত।”

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং প্রাণহানি থামাতে নিরলস চেষ্টা করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র আশা করছে, রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতির শর্তাবলি সংক্রান্ত একটি স্মারকলিপি পাঠানো হবে, যেটি প্রেসিডেন্ট পুতিন গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

তবে এক সপ্তাহ পার হলেও সেই স্মারকলিপি না আসায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যমে লেখেন, “পুতিন আগুন নিয়ে খেলছেন।” তিনি আরও দাবি করেন, “আমার প্রচেষ্টা না থাকলে রাশিয়ায় ইতোমধ্যেই অনেক খারাপ কিছু ঘটে যেত।”

এই মন্তব্যের পাল্টা জবাবে মেদভেদেভ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “‘রাশিয়ায় অনেক খারাপ কিছু হয়ে যেত’ কথাটির অর্থ আমি বুঝি তৃতীয় বিশ্বযুদ্ধ। আমি আশা করি, ট্রাম্পও এই কথার গুরুত্ব অনুধাবন করবেন।”

মেদভেদেভ অতীতেও নানা বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত। তিনি এর আগে বলেছিলেন, ইউক্রেনের কাছে রাশিয়ার শর্ত মেনে নেওয়া এখন একমাত্র পথ এবং সেটাই তাদের জন্য সীমিত রাষ্ট্রীয় স্বীকৃতি ধরে রাখার শেষ সুযোগ। তার মতে, আলোচনা ব্যর্থ হলে যুদ্ধ আরও ভয়াবহ পরিণতির দিকে এগোবে।

ট্রাম্প এই যুদ্ধে মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে অগ্রগতি না হলে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার হুমকিও দিয়েছেন তিনি।

এছাড়াও, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির প্রতি সমালোচনামূলক অবস্থান নিয়েছেন ট্রাম্প। বছরের শুরুতে তিনি জেলেনস্কিকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকির সাথে জুয়া খেলছেন বলেও অভিযুক্ত করেন।

সূত্র: আর টি

নিউজটি শেয়ার করুন

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে রাশিয়ার ‘উসকানিমূলক’ মন্তব্যের কড়া নিন্দা জানালো যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৩:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

 

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের বিরুদ্ধে যুদ্ধের উসকানি দেয়ার অভিযোগ তুলেছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন প্রেসিডেন্টের দূত কিথ কেলগ।

সম্প্রতি মেদভেদেভ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় কেলগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় লিখেছেন, “তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় জাগানো মেদভেদেভের মন্তব্য দুর্ভাগ্যজনক, বেপরোয়া এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অনুপযুক্ত।”

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং প্রাণহানি থামাতে নিরলস চেষ্টা করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র আশা করছে, রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতির শর্তাবলি সংক্রান্ত একটি স্মারকলিপি পাঠানো হবে, যেটি প্রেসিডেন্ট পুতিন গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

তবে এক সপ্তাহ পার হলেও সেই স্মারকলিপি না আসায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যমে লেখেন, “পুতিন আগুন নিয়ে খেলছেন।” তিনি আরও দাবি করেন, “আমার প্রচেষ্টা না থাকলে রাশিয়ায় ইতোমধ্যেই অনেক খারাপ কিছু ঘটে যেত।”

এই মন্তব্যের পাল্টা জবাবে মেদভেদেভ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “‘রাশিয়ায় অনেক খারাপ কিছু হয়ে যেত’ কথাটির অর্থ আমি বুঝি তৃতীয় বিশ্বযুদ্ধ। আমি আশা করি, ট্রাম্পও এই কথার গুরুত্ব অনুধাবন করবেন।”

মেদভেদেভ অতীতেও নানা বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত। তিনি এর আগে বলেছিলেন, ইউক্রেনের কাছে রাশিয়ার শর্ত মেনে নেওয়া এখন একমাত্র পথ এবং সেটাই তাদের জন্য সীমিত রাষ্ট্রীয় স্বীকৃতি ধরে রাখার শেষ সুযোগ। তার মতে, আলোচনা ব্যর্থ হলে যুদ্ধ আরও ভয়াবহ পরিণতির দিকে এগোবে।

ট্রাম্প এই যুদ্ধে মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে অগ্রগতি না হলে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার হুমকিও দিয়েছেন তিনি।

এছাড়াও, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির প্রতি সমালোচনামূলক অবস্থান নিয়েছেন ট্রাম্প। বছরের শুরুতে তিনি জেলেনস্কিকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকির সাথে জুয়া খেলছেন বলেও অভিযুক্ত করেন।

সূত্র: আর টি