ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

জাপান সফরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 12

ছবি সংগৃহীত

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন। বুধবার (২৮ মে) স্থানীয় সময় বেলা ১১টার দিকে তিনি টোকিও পৌঁছান। এর আগে হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন তিনি।

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার ভোররাতে পৌঁছালে দেশটির শ্রমমন্ত্রী ক্রিস সান অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে রওনা দেন ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা।

এই সফরে ড. মুহাম্মদ ইউনূস জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক সম্মেলনে অংশ নেবেন। এছাড়াও, তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে।

চার দিনের এ সফর শেষে প্রধান উপদেষ্টা আগামী ৩১ মে দেশে ফিরবেন।

প্রসঙ্গত, ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনটি এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিকে ঘিরে গুরুত্বপূর্ণ আলোচনার একটি আন্তর্জাতিক মঞ্চ হিসেবে বিবেচিত। প্রতি বছর এই ফোরামে বিশ্ব নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ, ও ব্যবসায়ীরা অংশ নিয়ে ভবিষ্যৎ এশিয়ার উন্নয়ন পথনকশা নিয়ে মতবিনিময় করেন।

প্রধান উপদেষ্টার এ সফরকে আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

জাপান সফরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় ১২:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন। বুধবার (২৮ মে) স্থানীয় সময় বেলা ১১টার দিকে তিনি টোকিও পৌঁছান। এর আগে হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন তিনি।

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার ভোররাতে পৌঁছালে দেশটির শ্রমমন্ত্রী ক্রিস সান অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে রওনা দেন ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা।

এই সফরে ড. মুহাম্মদ ইউনূস জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক সম্মেলনে অংশ নেবেন। এছাড়াও, তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে।

চার দিনের এ সফর শেষে প্রধান উপদেষ্টা আগামী ৩১ মে দেশে ফিরবেন।

প্রসঙ্গত, ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনটি এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিকে ঘিরে গুরুত্বপূর্ণ আলোচনার একটি আন্তর্জাতিক মঞ্চ হিসেবে বিবেচিত। প্রতি বছর এই ফোরামে বিশ্ব নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ, ও ব্যবসায়ীরা অংশ নিয়ে ভবিষ্যৎ এশিয়ার উন্নয়ন পথনকশা নিয়ে মতবিনিময় করেন।

প্রধান উপদেষ্টার এ সফরকে আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।