ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ায় কবুতর চুরির অপরাধে এক যুবককে পিটিয়ে হত্যা সিলেটে তামাবিল দিয়ে নারী,শিশুসহ ২২ বাংলাদশীকে ফেরত তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে নির্বাচন সিস্টেমের উপর : সিইসি ১৫ আগস্ট ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন উপেক্ষার জবাবে দুর্দান্ত হ্যাটট্রিক রোনালদোর ঢাবির আবাসিক হলে সব ধরনের রাজনীতি বন্ধের ঘোষণা গাজায় একদিনে আরও ৭২ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৬১ হাজার মুসলিম দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইউরোপীয় রাব্বানিক সম্মেলন, আয়োজক আজারবাইজান যুক্তরাজ্যের রুয়ান্ডা মডেল কপি করছে ইইউ — সমালোচনা থেকে সমর্থনে তিন বছরের পথচলা

১০৭ বছরে সর্বোচ্চ বৃষ্টিতে ভাসছে মুম্বাই, রেড অ্যালার্ট জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 18

ছবি সংগৃহীত

 

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আজ সোমবার শহরটিতে ২০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ১০৭ বছরের মধ্যে সর্বোচ্চ। এই অতিবৃষ্টির কারণে মুম্বাইসহ আশপাশের জেলাগুলিতে জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সময়ের অনেক আগেই মুম্বাইয়ে প্রবেশ করেছে। সাধারণত ১১ জুন বর্ষা মৌসুম শুরু হলেও এবার তা শুরু হয়েছে ১৬ দিন আগে। শেষবার এমন আগাম বর্ষা এসেছিল প্রায় ৭৫ বছর আগে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞানী সুষমা নায়ার জানান, গতকাল ২৬ মে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মুম্বাই অতিক্রম করেছে। এটিই গত ৭৫ বছরে সবচেয়ে আগাম বর্ষা প্রবেশের নজির।

বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) তথ্য অনুযায়ী, রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল ১১টা পর্যন্ত দক্ষিণ মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে কলাবা অবজারভেটরির তথ্য মতে, সর্বোচ্চ ২৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে ১৯১৮ সালের মে মাসে সর্বোচ্চ ২৭৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

এছাড়া বৃষ্টির কারণে শহরের বহু এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। মুম্বাইয়ের অর্লি মেট্রো স্টেশনে পানি ঢুকে পড়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্টেশনের ফটক থেকে শুরু করে প্ল্যাটফর্ম ও যাত্রী অপেক্ষার স্থান পর্যন্ত পানিতে ডুবে গেছে।

আবহাওয়া অধিদপ্তর মুম্বাই ছাড়াও থানে, রায়গড় ও রত্নগিরি জেলাগুলিতেও রেড অ্যালার্ট জারি করেছে। পাশাপাশি কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ুর কিছু অংশেও সতর্কতা ঘোষণা করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন অস্বাভাবিক আগাম বৃষ্টি ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন অফিস, স্কুল ও পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মুম্বাইবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। জরুরি প্রয়োজনে বের না হওয়ার পরামর্শ দিয়েছে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি বাহিনী ও উদ্ধারকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

১০৭ বছরে সর্বোচ্চ বৃষ্টিতে ভাসছে মুম্বাই, রেড অ্যালার্ট জারি

আপডেট সময় ০৮:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

 

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আজ সোমবার শহরটিতে ২০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ১০৭ বছরের মধ্যে সর্বোচ্চ। এই অতিবৃষ্টির কারণে মুম্বাইসহ আশপাশের জেলাগুলিতে জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সময়ের অনেক আগেই মুম্বাইয়ে প্রবেশ করেছে। সাধারণত ১১ জুন বর্ষা মৌসুম শুরু হলেও এবার তা শুরু হয়েছে ১৬ দিন আগে। শেষবার এমন আগাম বর্ষা এসেছিল প্রায় ৭৫ বছর আগে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞানী সুষমা নায়ার জানান, গতকাল ২৬ মে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মুম্বাই অতিক্রম করেছে। এটিই গত ৭৫ বছরে সবচেয়ে আগাম বর্ষা প্রবেশের নজির।

বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) তথ্য অনুযায়ী, রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল ১১টা পর্যন্ত দক্ষিণ মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে কলাবা অবজারভেটরির তথ্য মতে, সর্বোচ্চ ২৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে ১৯১৮ সালের মে মাসে সর্বোচ্চ ২৭৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

এছাড়া বৃষ্টির কারণে শহরের বহু এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। মুম্বাইয়ের অর্লি মেট্রো স্টেশনে পানি ঢুকে পড়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্টেশনের ফটক থেকে শুরু করে প্ল্যাটফর্ম ও যাত্রী অপেক্ষার স্থান পর্যন্ত পানিতে ডুবে গেছে।

আবহাওয়া অধিদপ্তর মুম্বাই ছাড়াও থানে, রায়গড় ও রত্নগিরি জেলাগুলিতেও রেড অ্যালার্ট জারি করেছে। পাশাপাশি কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ুর কিছু অংশেও সতর্কতা ঘোষণা করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন অস্বাভাবিক আগাম বৃষ্টি ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন অফিস, স্কুল ও পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মুম্বাইবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। জরুরি প্রয়োজনে বের না হওয়ার পরামর্শ দিয়েছে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি বাহিনী ও উদ্ধারকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।