নিক্কিই ফোরাম: ফিউচার অব এশিয়া’-তে অংশগ্রহনে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

- আপডেট সময় ১০:৪৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / 10
আগামী ২৮ মে সকালে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলন ‘নিক্কিই ফোরাম: ফিউচার অব এশিয়া’-তে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
নিক্কিই ফোরাম আগামী ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে। সম্মেলনের পাশাপাশি আগামী ৩০ মে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব এবং ভবিষ্যৎ সহযোগিতার দিক নির্দেশনা নির্ধারণ করা হবে। সফর শেষে ৩১ মে ঢাকায় ফিরবেন ড. ইউনূস।
সূত্র জানায়, সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও জাপান অন্তত ছয় থেকে সাতটি সমঝোতা স্মারক (MoU) সইয়ের প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে রয়েছে বাজেট সহযোগিতা, অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স (ওডিএ) ভিত্তিক প্রকল্পে সহায়তা, বিদ্যুৎখাতে কৌশলগত সমঝোতা, নারায়ণগঞ্জে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল (SEZ) স্থাপন বিষয়ে সমঝোতা, মানবসম্পদ উন্নয়ন ও প্রবাসী কল্যাণ, বিনিয়োগ সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (EPA) নিয়ে আলোচনার অগ্রগতি।
প্রধান উপদেষ্টার সফরে রাজনৈতিক সম্পর্ক, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক-আন্তর্জাতিক ইস্যুগুলো গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, চলতি সফরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১০০ কোটি মার্কিন ডলারের বাজেট সহায়তা প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৩ সালে জাপান বাংলাদেশকে ২২৫ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা দিয়েছিল, যার সুদের হার ছিল ১.৬ শতাংশ এবং ফ্রন্টএন্ড ফি ০.১ শতাংশ। ঋণটি ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য। এর আগে ২০২০ ও ২০২১ সালে বাংলাদেশ মোট ৬৮৫ মিলিয়ন ডলারের বাজেট ঋণ সহায়তা পেয়েছিল জাপানের কাছ থেকে।
সফরটি দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি একাধিক খাতে নতুন দ্বিপাক্ষিক সহযোগিতার পথ উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।