ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ বিশ্ব থাইরয়েড দিবস: দ্রুত শনাক্ত করুন, সুস্থ থাকুন ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখতে নতুন নির্দেশনা বিএনপি রাজপথে নামলে এই সরকার টিকবে না: গয়েশ্বর বন্দরে অচলাবস্থা: কলম বিরতিতে থেমে গেছে চট্টগ্রাম কাস্টমসের কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো পুরস্কার জয় করল বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ আলোচনার আশ্বাসে পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার বাড়ানো হয়েছে কোরবানির পশুর চামড়ার দাম বর্ণাঢ্য কুচকাওয়াজের সাথে নৌবাহিনীতে যোগ দিল ৪৬৩ তরুণ নাবিক কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আটক, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার ৪ বছরের কারাদণ্ড পাপিয়ার

ইউক্রেনজুড়ে রুশ ড্রোন হামলায় নিহত ৩, আহত ১১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

 

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে রবিবার (২৫ মে) ভোরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সাম্প্রতিক এই আক্রমণে অন্তত তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো জানান, হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর হলোসিভস্কি জেলায় একটি পাঁচতলা আবাসিক ভবনে বিস্ফোরণের পর আগুন ধরে যায় এবং ভবনের বাইরের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এছাড়া আরও একটি ব্যক্তিগত বাড়ি এবং একটি ব্যবসা প্রতিষ্ঠানও হামলায় ক্ষতিগ্রস্ত হয়।

এই হামলার ধাক্কা কিয়েভ ছাড়িয়ে পৌঁছায় ইউক্রেনের অন্যান্য বড় শহরেও। খারকিভ, মাইকোলাইভ ও টেরনোপিলেও বিস্ফোরণ ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলাকে ‘বৃহৎ এবং জঘন্য রাশিয়ান আক্রমণ’ হিসেবে অভিহিত করেছেন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় তিনি বলেন, “রাশিয়া প্রতিদিন নতুন নতুন ভয়াবহতা চালিয়ে যাচ্ছে, যা যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে। এর বিরুদ্ধে বিশ্বের পক্ষ থেকে শক্ত প্রতিক্রিয়া প্রয়োজন।”

এর আগের দিন শুক্রবার (২৩ মে) রাতেও কিয়েভে বিমান হামলা চালায় রাশিয়া। ওই হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং কমপক্ষে ১৫ জন আহত হন।

এদিকে মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মাত্র ৪ ঘণ্টার মধ্যে ৯৫টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাজধানীর দিকে আসা ১২টি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেও এক ইতিবাচক দিক হিসেবে দেখা দিয়েছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময়। তিন বছরের যুদ্ধের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় বন্দি বিনিময় কার্যক্রম। গতকাল শনিবার (২৪ মে) দ্বিতীয় দফায় উভয় দেশ ৩০৭ জন করে সেনাকে মুক্তি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে ‘শান্তি আলোচনার নতুন সম্ভাবনা’ বলে আখ্যা দিয়েছেন। তার মতে, তিন দিনের মধ্যে দুই পক্ষের মধ্যে মোট ১,০০০ জন বন্দি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও এই বন্দি বিনিময় নিয়ে আশাবাদী। তিনি বলেন, “আমাদের লক্ষ্য প্রত্যেক ইউক্রেনীয়কে রাশিয়ার বন্দিদশা থেকে মুক্ত করা।” তবে বন্দি বিনিময়ের এই ইতিবাচক বার্তার মধ্যেও দেশজুড়ে রুশ হামলার ধারাবাহিকতা যুদ্ধের অবসান নিয়ে নতুন করে শঙ্কা সৃষ্টি করছে।

সূত্র: দ্য ক্যানবেরা টাইমস

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনজুড়ে রুশ ড্রোন হামলায় নিহত ৩, আহত ১১

আপডেট সময় ১২:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

 

 

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে রবিবার (২৫ মে) ভোরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সাম্প্রতিক এই আক্রমণে অন্তত তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো জানান, হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর হলোসিভস্কি জেলায় একটি পাঁচতলা আবাসিক ভবনে বিস্ফোরণের পর আগুন ধরে যায় এবং ভবনের বাইরের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এছাড়া আরও একটি ব্যক্তিগত বাড়ি এবং একটি ব্যবসা প্রতিষ্ঠানও হামলায় ক্ষতিগ্রস্ত হয়।

এই হামলার ধাক্কা কিয়েভ ছাড়িয়ে পৌঁছায় ইউক্রেনের অন্যান্য বড় শহরেও। খারকিভ, মাইকোলাইভ ও টেরনোপিলেও বিস্ফোরণ ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলাকে ‘বৃহৎ এবং জঘন্য রাশিয়ান আক্রমণ’ হিসেবে অভিহিত করেছেন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় তিনি বলেন, “রাশিয়া প্রতিদিন নতুন নতুন ভয়াবহতা চালিয়ে যাচ্ছে, যা যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে। এর বিরুদ্ধে বিশ্বের পক্ষ থেকে শক্ত প্রতিক্রিয়া প্রয়োজন।”

এর আগের দিন শুক্রবার (২৩ মে) রাতেও কিয়েভে বিমান হামলা চালায় রাশিয়া। ওই হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং কমপক্ষে ১৫ জন আহত হন।

এদিকে মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মাত্র ৪ ঘণ্টার মধ্যে ৯৫টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাজধানীর দিকে আসা ১২টি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেও এক ইতিবাচক দিক হিসেবে দেখা দিয়েছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময়। তিন বছরের যুদ্ধের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় বন্দি বিনিময় কার্যক্রম। গতকাল শনিবার (২৪ মে) দ্বিতীয় দফায় উভয় দেশ ৩০৭ জন করে সেনাকে মুক্তি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে ‘শান্তি আলোচনার নতুন সম্ভাবনা’ বলে আখ্যা দিয়েছেন। তার মতে, তিন দিনের মধ্যে দুই পক্ষের মধ্যে মোট ১,০০০ জন বন্দি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও এই বন্দি বিনিময় নিয়ে আশাবাদী। তিনি বলেন, “আমাদের লক্ষ্য প্রত্যেক ইউক্রেনীয়কে রাশিয়ার বন্দিদশা থেকে মুক্ত করা।” তবে বন্দি বিনিময়ের এই ইতিবাচক বার্তার মধ্যেও দেশজুড়ে রুশ হামলার ধারাবাহিকতা যুদ্ধের অবসান নিয়ে নতুন করে শঙ্কা সৃষ্টি করছে।

সূত্র: দ্য ক্যানবেরা টাইমস