ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমালো বিটিআরসি নিশি ইসলামের মামলায় অভিনেত্রী শাওনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা বৈষম্যবিরোধী আন্দোলন ছাড়লেন, কিশোরগঞ্জে ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান সীমান্তে উদ্ধার হওয়া ১১৯ কোটি ৬৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি ইশরাক ইস্যুতে বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি মব তৈরি করে যদি রায় নেওয়া যায়, তবে আদালতের দরকার কী ?: সারজিস শান্তিপূর্ণভাবে আন্দোলন স্থগিত করলেন ইশরাক হোসেন শীর্ষ মার্কিন কর্মকর্তাদের তথ্য চুরি: অ্যাপ হ্যাকের ঘটনায় হোয়াইট হাউজের স্বীকারোক্তি এলজিইডিতে দুদকের অভিযান, ১ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ শিক্ষকদের অনাস্থায় কুয়েট উপাচার্যের পদত্যাগ

যুদ্ধজাহাজ উদ্বোধনে বড় দুর্ঘটনা, ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ বললেন কিম জং উন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 0

ছবি সংগৃহীত

 

উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় চংজিন বন্দরে নতুন একটি যুদ্ধজাহাজ (ডেস্ট্রয়ার) উদ্বোধনের সময় বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন, যিনি এ দুর্ঘটনাকে ‘চূড়ান্ত অবহেলাজনিত অপরাধ’ হিসেবে আখ্যা দেন।

প্রতিবেদনে বলা হয়, বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচ হাজার টন ওজনের এই যুদ্ধজাহাজটি পানিতে নামানোর সময় এর নিচের কিছু অংশ ভেঙে পড়ে এবং ভারসাম্য নষ্ট হয়ে যায়। এ ঘটনাকে কেসিএনএ ‘গুরুতর দুর্ঘটনা’ বলে উল্লেখ করে। দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছে অভিজ্ঞতার ঘাটতি এবং পরিচালনাগত অবহেলা।

ঘটনাটি প্রত্যক্ষ করার পর কিম জং উন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ ধরনের ঘটনা কোনোভাবেই সহ্যযোগ্য নয়। এটি একটি অপরাধমূলক অবহেলা এবং এর জন্য সংশ্লিষ্টদের অবশ্যই জবাবদিহি করতে হবে।” তিনি আরও জানান, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আগামী মাসে দলের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ বৈঠকে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখযোগ্যভাবে, ঠিক এক মাস আগেই উত্তর কোরিয়া একই ধরনের আরেকটি পাঁচ হাজার টনের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ‘চো হিয়ন’ উদ্বোধন করেছিল। সে সময় কিম জং উনের সঙ্গে ছিলেন তার কন্যা কিম জু এ, যাকে অনেক বিশ্লেষক উত্তর কোরিয়ার সম্ভাব্য ভবিষ্যৎ নেতা হিসেবে বিবেচনা করছেন।

উত্তর কোরিয়া দাবি করছে, ‘চো হিয়ন’ সর্বাধুনিক অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সজ্জিত এবং এটি আগামী বছরের শুরুতেই সক্রিয়ভাবে কাজ শুরু করবে। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক ধারণা করছেন, এই যুদ্ধজাহাজে স্বল্পপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র সংযোজনের সম্ভাবনা রয়েছে। তবে এখনো নিশ্চিত নয় যে, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ক্ষুদ্রায়িত করার প্রযুক্তিতে কতটা অগ্রগতি অর্জন করেছে।

সাম্প্রতিক এই দুর্ঘটনা কিম জং উনের নেতৃত্বে সামরিক খাতে শৃঙ্খলার উপর তার কড়া অবস্থানের ইঙ্গিত দেয়। দেশটির সামরিক সক্ষমতা জোরদার করতে গিয়ে এমন ঘটনার পুনরাবৃত্তি কতটা ঠেকানো সম্ভব—তা এখন সময়ই বলে দেবে।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধজাহাজ উদ্বোধনে বড় দুর্ঘটনা, ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ বললেন কিম জং উন

আপডেট সময় ০২:৫৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

 

উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় চংজিন বন্দরে নতুন একটি যুদ্ধজাহাজ (ডেস্ট্রয়ার) উদ্বোধনের সময় বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন, যিনি এ দুর্ঘটনাকে ‘চূড়ান্ত অবহেলাজনিত অপরাধ’ হিসেবে আখ্যা দেন।

প্রতিবেদনে বলা হয়, বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচ হাজার টন ওজনের এই যুদ্ধজাহাজটি পানিতে নামানোর সময় এর নিচের কিছু অংশ ভেঙে পড়ে এবং ভারসাম্য নষ্ট হয়ে যায়। এ ঘটনাকে কেসিএনএ ‘গুরুতর দুর্ঘটনা’ বলে উল্লেখ করে। দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছে অভিজ্ঞতার ঘাটতি এবং পরিচালনাগত অবহেলা।

ঘটনাটি প্রত্যক্ষ করার পর কিম জং উন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ ধরনের ঘটনা কোনোভাবেই সহ্যযোগ্য নয়। এটি একটি অপরাধমূলক অবহেলা এবং এর জন্য সংশ্লিষ্টদের অবশ্যই জবাবদিহি করতে হবে।” তিনি আরও জানান, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আগামী মাসে দলের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ বৈঠকে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখযোগ্যভাবে, ঠিক এক মাস আগেই উত্তর কোরিয়া একই ধরনের আরেকটি পাঁচ হাজার টনের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ‘চো হিয়ন’ উদ্বোধন করেছিল। সে সময় কিম জং উনের সঙ্গে ছিলেন তার কন্যা কিম জু এ, যাকে অনেক বিশ্লেষক উত্তর কোরিয়ার সম্ভাব্য ভবিষ্যৎ নেতা হিসেবে বিবেচনা করছেন।

উত্তর কোরিয়া দাবি করছে, ‘চো হিয়ন’ সর্বাধুনিক অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সজ্জিত এবং এটি আগামী বছরের শুরুতেই সক্রিয়ভাবে কাজ শুরু করবে। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক ধারণা করছেন, এই যুদ্ধজাহাজে স্বল্পপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র সংযোজনের সম্ভাবনা রয়েছে। তবে এখনো নিশ্চিত নয় যে, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ক্ষুদ্রায়িত করার প্রযুক্তিতে কতটা অগ্রগতি অর্জন করেছে।

সাম্প্রতিক এই দুর্ঘটনা কিম জং উনের নেতৃত্বে সামরিক খাতে শৃঙ্খলার উপর তার কড়া অবস্থানের ইঙ্গিত দেয়। দেশটির সামরিক সক্ষমতা জোরদার করতে গিয়ে এমন ঘটনার পুনরাবৃত্তি কতটা ঠেকানো সম্ভব—তা এখন সময়ই বলে দেবে।