ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু গাজায় অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু, ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৬ ২০ বছর কোমায় থাকার পর সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ মারা গেলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাহী সভা অনুষ্ঠিত ইরানে ধ/র্ষ/ণে/র দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর শ্রমিকদের কঠোর পরিশ্রম ও অবদানে দেশ এগিয়ে যাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আগামী দিনের লক্ষ্য: জামায়াত আমির মানবাধিকারের পক্ষে থাকুন, ঘেটো বানাবেন না: তথ্য উপদেষ্টা

বেলুচিস্তানে স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণ: শিশুসহ নিহত ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 21

ছবি সংগৃহীত

 

বেলুচিস্তানের খুজদার জেলায় বুধবার সকালে একটি স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছে তিন শিশু ও দুই প্রাপ্তবয়স্ক। আহত হয়েছে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, “ভারতীয় সন্ত্রাসী রাষ্ট্র ও তাদের সহযোগীদের পরিচালিত এক নৃশংস ও কাপুরুষোচিত হামলায় খুজদারের স্কুলগামী শিশুদের বহনকারী বাসটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।”

প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনজন নিষ্পাপ শিশু ও দুইজন প্রাপ্তবয়স্ক ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের তাৎক্ষণিকভাবে খুজদার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের অবস্থা গুরুতর, তাদের কোয়েটা ও করাচিতে স্থানান্তর করা হচ্ছে।

খুজদারের ডেপুটি কমিশনার ইয়াসির ইকবাল দাশতি জানান, বাসটি খুজদার জিরো পয়েন্ট অতিক্রম করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে।”

ঘটনার পরপরই পুলিশ, ফ্রন্টিয়ার কোর (এফসি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, “যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়ে ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসীরা বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় অস্থিরতা ও আতঙ্ক সৃষ্টি করতে এই ঘৃণ্য হামলা চালাচ্ছে। ভারতের রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে নিরীহ শিশু ও বেসামরিকদের টার্গেট করছে, যা সম্পূর্ণরূপে অমানবিক ও নৈতিকতাবর্জিত।”

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, এই কাপুরুষোচিত হামলার পরিকল্পনাকারী, সহযোগী ও বাস্তবায়নকারীদের দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, “বীর পাকিস্তানি জাতির সমর্থনে সশস্ত্র বাহিনী দেশের মাটি থেকে ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ঘটনার পর শোক ও নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি হামলাকে “নৃশংসতা” আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “নিরীহ শিশুদের যারা টার্গেট করে, তাদের প্রতি কোনো সহানুভূতির অবকাশ নেই। দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে শত্রুদের এই হামলা ছিল একটি ঘৃণ্য ষড়যন্ত্র। তবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেব।”

যোগাযোগমন্ত্রী আব্দুল আলীম খানও এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “নিরীহ শিশুদের বিরুদ্ধে এ ধরনের সন্ত্রাসবাদ কাপুরুষতার চরম নিদর্শন।”

সূত্র: ডন.

নিউজটি শেয়ার করুন

বেলুচিস্তানে স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণ: শিশুসহ নিহত ৫

আপডেট সময় ০১:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

 

বেলুচিস্তানের খুজদার জেলায় বুধবার সকালে একটি স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছে তিন শিশু ও দুই প্রাপ্তবয়স্ক। আহত হয়েছে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, “ভারতীয় সন্ত্রাসী রাষ্ট্র ও তাদের সহযোগীদের পরিচালিত এক নৃশংস ও কাপুরুষোচিত হামলায় খুজদারের স্কুলগামী শিশুদের বহনকারী বাসটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।”

প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনজন নিষ্পাপ শিশু ও দুইজন প্রাপ্তবয়স্ক ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের তাৎক্ষণিকভাবে খুজদার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের অবস্থা গুরুতর, তাদের কোয়েটা ও করাচিতে স্থানান্তর করা হচ্ছে।

খুজদারের ডেপুটি কমিশনার ইয়াসির ইকবাল দাশতি জানান, বাসটি খুজদার জিরো পয়েন্ট অতিক্রম করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে।”

ঘটনার পরপরই পুলিশ, ফ্রন্টিয়ার কোর (এফসি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, “যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়ে ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসীরা বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় অস্থিরতা ও আতঙ্ক সৃষ্টি করতে এই ঘৃণ্য হামলা চালাচ্ছে। ভারতের রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে নিরীহ শিশু ও বেসামরিকদের টার্গেট করছে, যা সম্পূর্ণরূপে অমানবিক ও নৈতিকতাবর্জিত।”

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, এই কাপুরুষোচিত হামলার পরিকল্পনাকারী, সহযোগী ও বাস্তবায়নকারীদের দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, “বীর পাকিস্তানি জাতির সমর্থনে সশস্ত্র বাহিনী দেশের মাটি থেকে ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ঘটনার পর শোক ও নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি হামলাকে “নৃশংসতা” আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “নিরীহ শিশুদের যারা টার্গেট করে, তাদের প্রতি কোনো সহানুভূতির অবকাশ নেই। দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে শত্রুদের এই হামলা ছিল একটি ঘৃণ্য ষড়যন্ত্র। তবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেব।”

যোগাযোগমন্ত্রী আব্দুল আলীম খানও এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “নিরীহ শিশুদের বিরুদ্ধে এ ধরনের সন্ত্রাসবাদ কাপুরুষতার চরম নিদর্শন।”

সূত্র: ডন.