ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে নতুন পারমাণবিক বোমা যুক্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 53

ছবি সংগৃহীত

 

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাদের অস্ত্রাগারে শক্তিশালী নতুন পারমাণবিক বোমা B61-13 যুক্ত করেছে।

নির্ধারিত সময়ের আগেই প্রস্তুত হওয়া এই বোমাটি পূর্ববর্তী B61-12 ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি হলেও, এর বিস্ফোরণ ক্ষমতা অনেক বেশি—প্রতিবেদন অনুযায়ী এর yield বা বিস্ফোরণ শক্তি ৩৬০ কিলোটন পর্যন্ত হতে পারে।

নতুন এই বোমাটি যুক্তরাষ্ট্রের পুরনো B61-7 বোমাগুলোকে প্রতিস্থাপন করার জন্য তৈরি, অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের উদ্দেশ্যে নয়।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে নতুন পারমাণবিক বোমা যুক্ত

আপডেট সময় ১২:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

 

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাদের অস্ত্রাগারে শক্তিশালী নতুন পারমাণবিক বোমা B61-13 যুক্ত করেছে।

নির্ধারিত সময়ের আগেই প্রস্তুত হওয়া এই বোমাটি পূর্ববর্তী B61-12 ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি হলেও, এর বিস্ফোরণ ক্ষমতা অনেক বেশি—প্রতিবেদন অনুযায়ী এর yield বা বিস্ফোরণ শক্তি ৩৬০ কিলোটন পর্যন্ত হতে পারে।

নতুন এই বোমাটি যুক্তরাষ্ট্রের পুরনো B61-7 বোমাগুলোকে প্রতিস্থাপন করার জন্য তৈরি, অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের উদ্দেশ্যে নয়।