বাংলাদেশি বংশোদ্ভূত মুহাম্মদ ইসলাম লন্ডনে ডেপুটি সিভিক মেয়র নির্বাচিত

- আপডেট সময় ০৬:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / 6
যুক্তরাজ্যের লন্ডন বরো অব ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি সিভিক মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভুত মুহাম্মদ ইসলাম।
বুধবার (১৪ মে) লন্ডন বরো অব ক্রয়ডন কাউন্সিলের হলরুমে আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
এ বিষয়ে ডেপুটি সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমাদের বরো প্রতিনিধিত্ব করতে, আমাদের বৈচিত্র্যময় সম্প্রদায়গুলোকে উদ্যাপন করতে এবং ক্রয়ডনকে সুযোগ ও অগ্রগতির স্থান হিসেবে প্রচার করতে পেরে আমি গর্বিত।
ডেপুটি সিভিক মেয়র হিসেবে নিষ্ঠা ও সততার সঙ্গে ক্রয়ডনের প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত।
তিনি আরও বলেন, ডেপুটি সিভিক মেয়র হিসেবে, আমার অগ্রাধিকার হল ক্রয়েডন জুড়ে অন্তর্ভুক্তি, শ্রদ্ধা এবং ঐক্যের মূল্যবোধ সমুন্নত রাখা। আমি বাসিন্দা, সম্প্রদায় গোষ্ঠী এবং স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবো, যাতে প্রতিটি কণ্ঠস্বর শোনা যায় এবং ক্রয়েডন বসবাস, কাজ এবং সমৃদ্ধির জন্য একটি দুর্দান্ত জায়গা থাকে।
এ পদে আমাদের প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় সম্প্রদায়ের সেবা করা আমার জন্য একটি সৌভাগ্যের বিষয় এবং আমি আমাদের সিভিক মেয়র, সহ-কাউন্সিলর এবং বাসিন্দাদের সঙ্গে কাজ করে ক্রয়ডনের সেরাটি উপস্থাপন এবং উদ্যাপন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
আগামীতেও এই কাউন্সিলের সামগ্রিক উন্নয়নে আপনাদের অব্যাহত সমর্থন, সহযোগিতা দরকার। আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।