০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

ভারতের অহংকার চূর্ণ করেছে পাকিস্তান সেনাবাহিনী: শেহবাজ শরিফের দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 72

ছবি সংগৃহীত

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে এবং দেশটিকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। বুধবার (১৪ মে) পাসরুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

শেহবাজ বলেন, “আমাদের চেয়ে বড় প্রতিপক্ষ ভারতের কাছে বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম থাকায় তারা গর্ব করত। কিন্তু আপনারা (পাকিস্তানি সেনারা) তাদের সেই অহংকার চূর্ণ করে দিয়েছেন। আপনারা তাদের বড় ধাক্কা দিয়েছেন, যা ভারতের জন্য ছিল এক মানসিক আঘাত।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ভারত সবসময় মনে করত পাকিস্তান প্রচলিত যুদ্ধে অনেক পিছিয়ে আছে। কিন্তু আপনারা প্রমাণ করেছেন, আমরা শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তির দিক দিয়েও সমানভাবে প্রস্তুত।”

পাক প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরাসরি ভারতের উদ্দেশে বলেন, “আমরা শান্তির জন্যও প্রস্তুত, আবার যুদ্ধের জন্যও। সিদ্ধান্ত নেবার দায়িত্ব এখন ভারতের।”

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান সেনাবাহিনী এমনভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, যাতে ভারতের সামরিক অহংকার মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেহবাজ।

কাশ্মির প্রসঙ্গেও কঠোর বার্তা দেন তিনি। বলেন, “কাশ্মির সমস্যা জাতিসংঘের প্রস্তাব অনুসারে সমাধান না হলে কোনো বাণিজ্য আলোচনা সম্ভব নয়। বাণিজ্য আলোচনার আগে একটি বিস্তৃত ও সার্বিক আলোচনার কাঠামো প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আরও জানান, “পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তান পূর্ণ ও আংশিক তদন্তের প্রস্তাব দিয়েছিল। এমনকি সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছিলাম। কিন্তু ভারতের পক্ষ থেকে সেই প্রস্তাবের জবাবে রাতের আঁধারে হামলা চালানো হয়। তার পর আমরা উপযুক্ত জবাব দিয়েছি।”

শেহবাজ শরিফের এই বক্তব্য ঘিরে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনা আরও একবার আলোচনায় এসেছে। পাকিস্তানের পক্ষ থেকে সেনাবাহিনীর সাফল্যের প্রচার ও ভারতের বিরুদ্ধে কড়া বার্তা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎকে ঘিরে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভারতের অহংকার চূর্ণ করেছে পাকিস্তান সেনাবাহিনী: শেহবাজ শরিফের দাবি

আপডেট সময় ১১:১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে এবং দেশটিকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। বুধবার (১৪ মে) পাসরুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

শেহবাজ বলেন, “আমাদের চেয়ে বড় প্রতিপক্ষ ভারতের কাছে বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম থাকায় তারা গর্ব করত। কিন্তু আপনারা (পাকিস্তানি সেনারা) তাদের সেই অহংকার চূর্ণ করে দিয়েছেন। আপনারা তাদের বড় ধাক্কা দিয়েছেন, যা ভারতের জন্য ছিল এক মানসিক আঘাত।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ভারত সবসময় মনে করত পাকিস্তান প্রচলিত যুদ্ধে অনেক পিছিয়ে আছে। কিন্তু আপনারা প্রমাণ করেছেন, আমরা শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তির দিক দিয়েও সমানভাবে প্রস্তুত।”

পাক প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরাসরি ভারতের উদ্দেশে বলেন, “আমরা শান্তির জন্যও প্রস্তুত, আবার যুদ্ধের জন্যও। সিদ্ধান্ত নেবার দায়িত্ব এখন ভারতের।”

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান সেনাবাহিনী এমনভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, যাতে ভারতের সামরিক অহংকার মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেহবাজ।

কাশ্মির প্রসঙ্গেও কঠোর বার্তা দেন তিনি। বলেন, “কাশ্মির সমস্যা জাতিসংঘের প্রস্তাব অনুসারে সমাধান না হলে কোনো বাণিজ্য আলোচনা সম্ভব নয়। বাণিজ্য আলোচনার আগে একটি বিস্তৃত ও সার্বিক আলোচনার কাঠামো প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আরও জানান, “পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তান পূর্ণ ও আংশিক তদন্তের প্রস্তাব দিয়েছিল। এমনকি সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছিলাম। কিন্তু ভারতের পক্ষ থেকে সেই প্রস্তাবের জবাবে রাতের আঁধারে হামলা চালানো হয়। তার পর আমরা উপযুক্ত জবাব দিয়েছি।”

শেহবাজ শরিফের এই বক্তব্য ঘিরে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনা আরও একবার আলোচনায় এসেছে। পাকিস্তানের পক্ষ থেকে সেনাবাহিনীর সাফল্যের প্রচার ও ভারতের বিরুদ্ধে কড়া বার্তা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎকে ঘিরে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।