০৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ট্রাম্পের উপস্থিতিতে সিনারকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ ডিএমপির অভ্যন্তরীণ রদবদল: ৫ কর্মকর্তার নতুন দায়িত্ব নির্বাচনকালে তথ্যে প্রবাহে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না: মাহফুজ আলম পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব মৌলভীবাজারে বাগানের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যার চেষ্টা ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে : ইসি আনোয়ারুল বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে লেবাননের মন্ত্রিসভার পরিকল্পনার ধাপসমূহ ২০২৬ সালে মায়ামিতে অনুষ্ঠিত হবে জি-২০ সম্মেলন: ট্রাম্প পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী

পাকিস্তানকে মোদির হুঁশিয়ারি: ‘অপারেশন সিন্দুর’ স্থগিত, শেষ নয়

পাকিস্তান, মোদী, অপারেশনসিন্দুর, হুঁশিয়ারি
  • আপডেট সময় ১১:৪৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 37

ছবি সংগৃহীত

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ‘অপারেশন সিন্দুর’ শেষ হয়নি, বরং এটি সাময়িকভাবে স্থগিত রয়েছে। সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ বার্তা দেন।

মঙ্গলবার (১৩ মে) এনডিটিভির খবরে বলা হয়, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে চালানো ভারতীয় সামরিক অভিযানের বিষয়ে জনগণকে অবহিত করতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদি।

ভাষণে তিনি বলেন, ‘পাকিস্তানের এটা মনে রাখা উচিত, আমাদের প্রতিক্রিয়া এখানেই শেষ নয়। আমরা কেবল তাদের প্রতিশ্রুতি ও অবস্থান পর্যালোচনার জন্য সাময়িকভাবে অপারেশন স্থগিত করেছি।’

মোদি আরও বলেন, ‘আগামী দিনে পাকিস্তান কী পদক্ষেপ নেয়, আমরা তা গভীরভাবে পর্যবেক্ষণ করব। যদি তারা প্রতিশ্রুতি থেকে সরে আসে কিংবা বিভ্রান্তিমূলক আচরণ করে, তবে জানিয়ে রাখি আমরা আমাদের প্রতিশোধমূলক অভিযান স্থগিত করেছি, কিন্তু তা কখনো বাতিল করিনি।’

২২ মিনিটের ভাষণে তিনি ভারতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিস্তারিত ব্যাখ্যা দেন, যা পাকিস্তানের জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। মোদি বলেন, ‘ভারত কেবল পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেনি, বরং তাদের মনোবলকেও ভেঙে দিয়েছে।’

ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিকে কড়া বার্তা দিয়ে মোদি বলেন, ‘অপারেশন সিন্দুর শুধু একটি অভিযান নয়, এটি সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের নতুন কৌশলের প্রতিফলন।’ তিনি এটিকে ভারতের প্রতিরক্ষা নীতিতে একটি ‘মতবাদগত পরিবর্তন’ হিসেবে অভিহিত করেন।

প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, ‘অপারেশন সিন্দুর এখন একটি নতুন স্বাভাবিক ঘটনা। ভবিষ্যতে যেখানেই সন্ত্রাসী ঘাঁটি থাকবে, ভারত সেখানে হামলা চালাবে। আমাদের দেশের বিরুদ্ধে কেউ হামলা চালালে জবাব হবে আরও শক্তিশালী।’

পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের হুমকিকে তুচ্ছ করে মোদি বলেন, ‘পারমাণবিক ব্ল্যাকমেইলের ভয় দেখিয়ে ভারতকে দমিয়ে রাখা যাবে না। ভারত নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানবে, তা সে যতই পারমাণবিক ছাতার নিচে থাকুক না কেন।’

তিনি স্পষ্ট করে জানান, ‘ভারত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক সরকার এবং সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীদের মাঝে কোনো পার্থক্য করবে না।’

উল্লেখ্য, ভারতের ‘অপারেশন সিন্দুর’ চালানোর পর টানা চারদিন ধরে ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ চলে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর পর দুই দিন পেরিয়ে সোমবার মোদি জাতির উদ্দেশ্যে এই বক্তব্য দেন।

এই ভাষণের মাধ্যমে মোদি কেবল পাকিস্তানকে সতর্ক করেননি, বরং ভারতের ভবিষ্যৎ কৌশলের রূপরেখাও স্পষ্ট করেন যে ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস হবে না।

 

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানকে মোদির হুঁশিয়ারি: ‘অপারেশন সিন্দুর’ স্থগিত, শেষ নয়

আপডেট সময় ১১:৪৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ‘অপারেশন সিন্দুর’ শেষ হয়নি, বরং এটি সাময়িকভাবে স্থগিত রয়েছে। সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ বার্তা দেন।

মঙ্গলবার (১৩ মে) এনডিটিভির খবরে বলা হয়, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে চালানো ভারতীয় সামরিক অভিযানের বিষয়ে জনগণকে অবহিত করতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদি।

ভাষণে তিনি বলেন, ‘পাকিস্তানের এটা মনে রাখা উচিত, আমাদের প্রতিক্রিয়া এখানেই শেষ নয়। আমরা কেবল তাদের প্রতিশ্রুতি ও অবস্থান পর্যালোচনার জন্য সাময়িকভাবে অপারেশন স্থগিত করেছি।’

মোদি আরও বলেন, ‘আগামী দিনে পাকিস্তান কী পদক্ষেপ নেয়, আমরা তা গভীরভাবে পর্যবেক্ষণ করব। যদি তারা প্রতিশ্রুতি থেকে সরে আসে কিংবা বিভ্রান্তিমূলক আচরণ করে, তবে জানিয়ে রাখি আমরা আমাদের প্রতিশোধমূলক অভিযান স্থগিত করেছি, কিন্তু তা কখনো বাতিল করিনি।’

২২ মিনিটের ভাষণে তিনি ভারতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিস্তারিত ব্যাখ্যা দেন, যা পাকিস্তানের জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। মোদি বলেন, ‘ভারত কেবল পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেনি, বরং তাদের মনোবলকেও ভেঙে দিয়েছে।’

ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিকে কড়া বার্তা দিয়ে মোদি বলেন, ‘অপারেশন সিন্দুর শুধু একটি অভিযান নয়, এটি সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের নতুন কৌশলের প্রতিফলন।’ তিনি এটিকে ভারতের প্রতিরক্ষা নীতিতে একটি ‘মতবাদগত পরিবর্তন’ হিসেবে অভিহিত করেন।

প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, ‘অপারেশন সিন্দুর এখন একটি নতুন স্বাভাবিক ঘটনা। ভবিষ্যতে যেখানেই সন্ত্রাসী ঘাঁটি থাকবে, ভারত সেখানে হামলা চালাবে। আমাদের দেশের বিরুদ্ধে কেউ হামলা চালালে জবাব হবে আরও শক্তিশালী।’

পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের হুমকিকে তুচ্ছ করে মোদি বলেন, ‘পারমাণবিক ব্ল্যাকমেইলের ভয় দেখিয়ে ভারতকে দমিয়ে রাখা যাবে না। ভারত নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানবে, তা সে যতই পারমাণবিক ছাতার নিচে থাকুক না কেন।’

তিনি স্পষ্ট করে জানান, ‘ভারত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক সরকার এবং সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীদের মাঝে কোনো পার্থক্য করবে না।’

উল্লেখ্য, ভারতের ‘অপারেশন সিন্দুর’ চালানোর পর টানা চারদিন ধরে ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ চলে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর পর দুই দিন পেরিয়ে সোমবার মোদি জাতির উদ্দেশ্যে এই বক্তব্য দেন।

এই ভাষণের মাধ্যমে মোদি কেবল পাকিস্তানকে সতর্ক করেননি, বরং ভারতের ভবিষ্যৎ কৌশলের রূপরেখাও স্পষ্ট করেন যে ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস হবে না।