ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সবুজবাগে বিদেশী পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি তুরস্কে স্কি রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিকসহ ৯ জন গ্রেপ্তার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ চিটাগং কিংসকে উড়িয়ে দিয়ে ঢাকা ক্যাপিটালসের টানা তৃতীয় জয়   গাজায় ব্যর্থতার দায়ে পদত্যাগের প্রস্তুতিতে শিন বেত প্রধান রনেন বার যেসব পণ্যে ভ্যাট কমালো এনবিআর গাজায় ব্যর্থতার দায়ে এবার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত-এর প্রধান রনেন বার। পুতিনের ভূমিকা নিয়ে ট্রাম্পের উদ্বেগ, নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত: বৈদেশিক সহায়তায় ৯০ দিনের সাময়িক স্থগিতাদেশ ইতালি থেকে আসা সেই বিমানে তল্লাশির পর যা জানা গেল

দাবানলের কবলে ক্যালিফোর্নিয়া, পালাতে গিয়ে ফেলে যাচ্ছেন গাড়ি, মৃত ৫

খবরের কথা ডেস্ক

দাবানলের কবলে ক্যালিফোর্নিয়া, পালাতে গিয়ে ফেলে যাচ্ছেন গাড়ি, মৃত ৫

 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ভয়াবহ দাবানল দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতার ভয় গ্রাস করেছে এলাকাবাসীকে। জীবন বাঁচাতে শহরের হাজারো মানুষ তড়িঘড়ি করে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। পেছনে ফেলে যাচ্ছেন ব্যক্তিগত গাড়ি ও সম্পদ।

দাবানলের ফলে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। ধ্বংস হয়ে গেছে এক হাজারেরও বেশি বাড়িঘর। ঝোড়ো বাতাসের কারণে আগুন কয়েক ঘণ্টার মধ্যে ব্যাপক আকার ধারণ করে। এতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে অগ্নিনির্বাপক কর্মীদের।

দাবানলটি লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেডসের দিকেও ধেয়ে আসছে। শহরের পশ্চিম প্রান্তের বসতিগুলো ঘিরে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ায় স্থানীয় প্রশাসন ৩০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। শহর থেকে বের হওয়ার প্রধান মহাসড়কটি এখন ধোঁয়া আর আগুনের শিখায় ঢেকে গেছে, যার ফলে সড়কপথেও বিপদ বাড়ছে।

অগ্নিনির্বাপক কর্মীরা মানুষকে নিজেদের গাড়ি ছেড়ে রাস্তা পরিষ্কার রাখতে বলছেন। কারণ, ঘণ্টায় ১৬০ কিলোমিটারের বেশি গতিবেগে ধেয়ে আসা আগুনের শিখার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছে। মহাসড়কের কিছু অংশে গাড়ি ফেলে রেখে মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াচ্ছেন।

এই বিপর্যয়ের শিকার হয়েছেন হলিউডের তারকারাও। অভিনেতা জেমস উডস তাঁর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। একই এলাকার আরেক বাসিন্দা অভিনেতা স্টিভ গুটেনবার্গ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, বাড়ি ছাড়ার সময় গাড়ির চাবি ভেতরে রেখে যেতে, যাতে অগ্নিনির্বাপণের কাজে ব্যবহৃত যানবাহন সহজে চলাচল করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
৫১৭ বার পড়া হয়েছে

দাবানলের কবলে ক্যালিফোর্নিয়া, পালাতে গিয়ে ফেলে যাচ্ছেন গাড়ি, মৃত ৫

আপডেট সময় ১১:১৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ভয়াবহ দাবানল দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতার ভয় গ্রাস করেছে এলাকাবাসীকে। জীবন বাঁচাতে শহরের হাজারো মানুষ তড়িঘড়ি করে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। পেছনে ফেলে যাচ্ছেন ব্যক্তিগত গাড়ি ও সম্পদ।

দাবানলের ফলে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। ধ্বংস হয়ে গেছে এক হাজারেরও বেশি বাড়িঘর। ঝোড়ো বাতাসের কারণে আগুন কয়েক ঘণ্টার মধ্যে ব্যাপক আকার ধারণ করে। এতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে অগ্নিনির্বাপক কর্মীদের।

দাবানলটি লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেডসের দিকেও ধেয়ে আসছে। শহরের পশ্চিম প্রান্তের বসতিগুলো ঘিরে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ায় স্থানীয় প্রশাসন ৩০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। শহর থেকে বের হওয়ার প্রধান মহাসড়কটি এখন ধোঁয়া আর আগুনের শিখায় ঢেকে গেছে, যার ফলে সড়কপথেও বিপদ বাড়ছে।

অগ্নিনির্বাপক কর্মীরা মানুষকে নিজেদের গাড়ি ছেড়ে রাস্তা পরিষ্কার রাখতে বলছেন। কারণ, ঘণ্টায় ১৬০ কিলোমিটারের বেশি গতিবেগে ধেয়ে আসা আগুনের শিখার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছে। মহাসড়কের কিছু অংশে গাড়ি ফেলে রেখে মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াচ্ছেন।

এই বিপর্যয়ের শিকার হয়েছেন হলিউডের তারকারাও। অভিনেতা জেমস উডস তাঁর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। একই এলাকার আরেক বাসিন্দা অভিনেতা স্টিভ গুটেনবার্গ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, বাড়ি ছাড়ার সময় গাড়ির চাবি ভেতরে রেখে যেতে, যাতে অগ্নিনির্বাপণের কাজে ব্যবহৃত যানবাহন সহজে চলাচল করতে পারে।