ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

সৌদি আরবে হজপালনকালে পাঁচ বাংলাদেশির মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 6

ছবি: সংগৃহীত

 

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে পাঁচ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে তিনজন মক্কায় ও দুইজন মদিনায় মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১০ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

পোর্টাল সূত্রে জানা যায়, সর্বপ্রথম মৃত্যুবরণ করেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মো. খলিলুর রহমান (৭০)। তিনি গত ২৯ এপ্রিল মক্কায় ইন্তেকাল করেন। এরপর ২ মে মৃত্যুবরণ করেন কিশোরগঞ্জের বাজিতপুরের মো. ফরিদুজ্জামান (৫৭)।

৫ মে পঞ্চগড় সদর উপজেলার আল হামিদা বানু (৫৮) মদিনায় ইন্তেকাল করেন। এরপর ৭ মে ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবির (৬০) মক্কায় মৃত্যুবরণ করেন। সর্বশেষ ৯ মে মারা যান জামালপুরের বকশিগঞ্জ উপজেলার হাফেজ উদ্দিন (৭৩)।

সৌদি আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী, হজ পালনের সময় কোনো হজযাত্রী মৃত্যুবরণ করলে তার মরদেহ দেশে ফেরত পাঠানো হয় না। এমনকি পরিবার-পরিজনের আপত্তিও গ্রহণযোগ্য নয়। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাদের সৌদি আরবেই দাফন করা হয়।

চাঁদ দেখার ওপর নির্ভর করে এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। এ বছর হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট যাত্রা করবে ৩১ মে।

সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য বরাদ্দ কোটার সংখ্যা ৫ হাজার ২০০ এবং বেসরকারিভাবে হজযাত্রার অনুমতি পেয়েছেন ৮১ হাজার ৯০০ জন।

ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে এবং শেষ ফিরতি ফ্লাইট বাংলাদেশে অবতরণ করবে ১০ জুলাইয়ের মধ্যে।

ধর্ম মন্ত্রণালয় ও হজ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের সার্বিক সহায়তা ও নজরদারি করা হচ্ছে। পাশাপাশি অসুস্থ হজযাত্রীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতেও হজ মেডিকেল টিম তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে হজপালনকালে পাঁচ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ১১:০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

 

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে পাঁচ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে তিনজন মক্কায় ও দুইজন মদিনায় মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১০ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

পোর্টাল সূত্রে জানা যায়, সর্বপ্রথম মৃত্যুবরণ করেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মো. খলিলুর রহমান (৭০)। তিনি গত ২৯ এপ্রিল মক্কায় ইন্তেকাল করেন। এরপর ২ মে মৃত্যুবরণ করেন কিশোরগঞ্জের বাজিতপুরের মো. ফরিদুজ্জামান (৫৭)।

৫ মে পঞ্চগড় সদর উপজেলার আল হামিদা বানু (৫৮) মদিনায় ইন্তেকাল করেন। এরপর ৭ মে ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবির (৬০) মক্কায় মৃত্যুবরণ করেন। সর্বশেষ ৯ মে মারা যান জামালপুরের বকশিগঞ্জ উপজেলার হাফেজ উদ্দিন (৭৩)।

সৌদি আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী, হজ পালনের সময় কোনো হজযাত্রী মৃত্যুবরণ করলে তার মরদেহ দেশে ফেরত পাঠানো হয় না। এমনকি পরিবার-পরিজনের আপত্তিও গ্রহণযোগ্য নয়। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাদের সৌদি আরবেই দাফন করা হয়।

চাঁদ দেখার ওপর নির্ভর করে এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। এ বছর হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট যাত্রা করবে ৩১ মে।

সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য বরাদ্দ কোটার সংখ্যা ৫ হাজার ২০০ এবং বেসরকারিভাবে হজযাত্রার অনুমতি পেয়েছেন ৮১ হাজার ৯০০ জন।

ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে এবং শেষ ফিরতি ফ্লাইট বাংলাদেশে অবতরণ করবে ১০ জুলাইয়ের মধ্যে।

ধর্ম মন্ত্রণালয় ও হজ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের সার্বিক সহায়তা ও নজরদারি করা হচ্ছে। পাশাপাশি অসুস্থ হজযাত্রীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতেও হজ মেডিকেল টিম তৎপর রয়েছে।