ভারত হামলা বন্ধ করলে পাকিস্তানও ভাববে: ইসহাক দার

- আপডেট সময় ০৪:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / 33
ভারত যদি নতুন করে হামলা বন্ধ করে, তবে পাকিস্তানও উত্তেজনা প্রশমন নিয়ে ভাবতে পারে—এমন মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা পাল্টা জবাব দিয়েছি, কারণ আমাদের ধৈর্যের সীমা পেরিয়ে গিয়েছিল। তবে ভারত এখানেই থামলে আমরাও তা বিবেচনায় নেব।”
এর আগে ভারত জানায়, পাকিস্তান পাল্টা হামলা না চালালে তারা আর উত্তেজনা বাড়াবে না। আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে, যার সূত্র এপি।
গত মাসের কাশ্মীর গণহত্যাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সংঘাত আবারও তীব্র হয়েছে। শনিবারও দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তান শনিবার সকালে পাঞ্জাব রাজ্যের সামরিক ও বেসামরিক স্থাপনায় একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর জবাবে পাকিস্তান তাদের বিমানঘাঁটিতে পাল্টা হামলা চালায়। পাকিস্তানের দাবি, তারা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং এখন পাল্টা অভিযান চালানো হচ্ছে।
পাকিস্তানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভারতীয় ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে তারা চালু করেছে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’। এতে ভারতের অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। একই সঙ্গে ভারতের শাসক দল বিজেপিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা চালানোর কথাও জানিয়েছে তারা। যদিও এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।
পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন। শনিবার সকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, রুবিও ভারত ও পাকিস্তান—উভয় পক্ষকে সংঘাত এড়িয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন এবং প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করতে প্রস্তুত।
এদিকে আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতীয় কমান্ড কর্তৃপক্ষের (এনসিএ) সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছে ডন। এই সংস্থা দেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে।
গত ২২ এপ্রিল কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় নিহত হন ২৬ জন। ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। এরপর ৭ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত, যার জের ধরে চলছে টান টান উত্তেজনা।
সূত্র: বিবিসি, আল-আরাবিয়া, ডন