ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের আহ্বান: ভারত-পাকিস্তান সংঘাত বন্ধের জন্য জরুরি পদক্ষেপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 60

ছবি সংগৃহীত

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে তিনি বলেন, উভয় দেশের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে সংঘর্ষ নিরসনে সহায়তা করতে প্রস্তুত।

ট্রাম্প বলেন, পরিস্থিতি গুরুতর। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশ দ্রুত এই সমস্যা সমাধানের দিকে এগোবে এবং যুদ্ধ থামাবে। প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে এবং তিনি চান তারা এখন থামুক।

এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভারত সফরে এসে উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি পাকিস্তান সফর করে দুই দেশের পররাষ্ট্র বিষয়ক নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করেছেন।

গত মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায়, যাতে ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হন। ২২ এপ্রিল ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

ডোনাল্ড ট্রাম্প হামলার পর ঘটনাটিকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেন এবং সাংবাদিকদের জানান, তিনি মনে করেন, অতীতের ইতিহাসের কারণে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু ঘটতে যাচ্ছে, কারণ ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরে সংঘর্ষে লিপ্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের আহ্বান: ভারত-পাকিস্তান সংঘাত বন্ধের জন্য জরুরি পদক্ষেপ

আপডেট সময় ১১:২৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে তিনি বলেন, উভয় দেশের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে সংঘর্ষ নিরসনে সহায়তা করতে প্রস্তুত।

ট্রাম্প বলেন, পরিস্থিতি গুরুতর। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশ দ্রুত এই সমস্যা সমাধানের দিকে এগোবে এবং যুদ্ধ থামাবে। প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে এবং তিনি চান তারা এখন থামুক।

এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভারত সফরে এসে উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি পাকিস্তান সফর করে দুই দেশের পররাষ্ট্র বিষয়ক নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করেছেন।

গত মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায়, যাতে ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হন। ২২ এপ্রিল ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

ডোনাল্ড ট্রাম্প হামলার পর ঘটনাটিকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেন এবং সাংবাদিকদের জানান, তিনি মনে করেন, অতীতের ইতিহাসের কারণে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু ঘটতে যাচ্ছে, কারণ ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরে সংঘর্ষে লিপ্ত রয়েছে।