পাসপোর্ট-বৈষম্যে বিশ্ব রেকর্ডের স্বপ্নভঙ্গ নাইজেরিয়ান পর্যটকের

- আপডেট সময় ১১:১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / 23
হেনলি পাসপোর্ট ইনডেক্সের তালিকায় নাইজেরিয়ার পাসপোর্টের অবস্থান ৯০তম, যা বিশ্বের অন্যতম দুর্বল পাসপোর্ট হিসেবে বিবেচিত। ২৬ বছর বয়সী নারী পর্যটক আলমা আসিনোবি চেয়েছিলেন, সবচেয়ে কম সময়ে সাতটি মহাদেশ সফর করে বিশ্ব রেকর্ড গড়তে। নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করেও বিশ্বভ্রমণের স্বপ্ন পূরণ করলেও তিনি রেকর্ড গড়তে পারেননি।
আলমা আসিনোবি ১৯ মার্চ অ্যান্টার্কটিকা থেকে এই চ্যালেঞ্জ শুরু করেন। তিনি দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়া পেরিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছাতে চেয়েছিলেন নির্দিষ্ট সময়ের মধ্যে। বর্তমানে বিশ্ব রেকর্ডটি একটি মার্কিন নাগরিকের দখলে রয়েছে, যিনি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ৬৪ ঘণ্টায় বিশ্বভ্রমণ শেষ করেন। আলমার ভ্রমণ শেষ হয় ৭১ ঘণ্টা ২৬ মিনিটে।বৈষম্য
আলমা তাঁর অভিজ্ঞতার মাধ্যমে ‘পাসপোর্ট-বৈষম্য’ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে চান, যা বিভিন্ন দেশের পাসপোর্টের শক্তি ও মর্যাদার ভিত্তিতে ভ্রমণের সুযোগকে প্রভাবিত করে।