ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইয়েমেনে বোমা হামলা থামানোর ঘোষণা ট্রাম্পের, হুতিদের জাহাজ হামলাও হবে বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • / 20

ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্র ইয়েমেনে তাদের প্রতিদিনের বোমা হামলা বন্ধ করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ মে) হোয়াইট হাউসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি জানান, হুতিরা মার্কিন বাহিনীর ওপর হামলা চালাবে না এবং লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজগুলোও আর তাদের হামলার লক্ষ্য হবে না।

ট্রাম্প বলেন, “হুতিরা আমাদের জানিয়েছে, তারা আর যুদ্ধ করতে চায় না। আমরা তাদের এই অবস্থানকে সম্মান জানাই এবং আমরাও আমাদের বোমা হামলা বন্ধ করব।”

এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের দেশ ওমান নিশ্চিত করেছে, তারা যুক্তরাষ্ট্র এবং হুতি গোষ্ঠীর মধ্যে এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও হুতি গোষ্ঠী কেউই একে অপরের বিরুদ্ধে হামলা চালাবে না। এই সমঝোতার আওতায় মার্কিন যুদ্ধজাহাজসহ লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে চলাচলরত জাহাজগুলো থাকবে নিরাপদ।

তবে ওমানের বিবৃতিতে হুতিদের ইসরাইলের বিরুদ্ধে হামলা বন্ধের বিষয়ে কিছু বলা হয়নি। এ বিষয়ে ইয়েমেনের হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাত বলেন, “আমরা গাজার জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখব এবং ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাব।”

এদিকে, হুতিদের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুথি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, “ইয়েমেনের ওপর মার্কিন আগ্রাসন বন্ধের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করব।”

উল্লেখ্য, গাজায় চলমান ইসরাইলি হামলার প্রতিবাদে হুতিরা লোহিত সাগরে ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর একাধিকবার হামলা চালিয়েছে। এসব হামলার জবাবে যুক্তরাষ্ট্র এ বছর হুতিদের ওপর আক্রমণ জোরদার করে।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

ইয়েমেনে বোমা হামলা থামানোর ঘোষণা ট্রাম্পের, হুতিদের জাহাজ হামলাও হবে বন্ধ

আপডেট সময় ১২:০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

 

যুক্তরাষ্ট্র ইয়েমেনে তাদের প্রতিদিনের বোমা হামলা বন্ধ করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ মে) হোয়াইট হাউসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি জানান, হুতিরা মার্কিন বাহিনীর ওপর হামলা চালাবে না এবং লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজগুলোও আর তাদের হামলার লক্ষ্য হবে না।

ট্রাম্প বলেন, “হুতিরা আমাদের জানিয়েছে, তারা আর যুদ্ধ করতে চায় না। আমরা তাদের এই অবস্থানকে সম্মান জানাই এবং আমরাও আমাদের বোমা হামলা বন্ধ করব।”

এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের দেশ ওমান নিশ্চিত করেছে, তারা যুক্তরাষ্ট্র এবং হুতি গোষ্ঠীর মধ্যে এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও হুতি গোষ্ঠী কেউই একে অপরের বিরুদ্ধে হামলা চালাবে না। এই সমঝোতার আওতায় মার্কিন যুদ্ধজাহাজসহ লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে চলাচলরত জাহাজগুলো থাকবে নিরাপদ।

তবে ওমানের বিবৃতিতে হুতিদের ইসরাইলের বিরুদ্ধে হামলা বন্ধের বিষয়ে কিছু বলা হয়নি। এ বিষয়ে ইয়েমেনের হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাত বলেন, “আমরা গাজার জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখব এবং ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাব।”

এদিকে, হুতিদের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুথি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, “ইয়েমেনের ওপর মার্কিন আগ্রাসন বন্ধের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করব।”

উল্লেখ্য, গাজায় চলমান ইসরাইলি হামলার প্রতিবাদে হুতিরা লোহিত সাগরে ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর একাধিকবার হামলা চালিয়েছে। এসব হামলার জবাবে যুক্তরাষ্ট্র এ বছর হুতিদের ওপর আক্রমণ জোরদার করে।

সূত্র: রয়টার্স