ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

জাতিসংঘে ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে রুদ্ধদ্বার বৈঠক, সংলাপের আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 28

ছবি সংগৃহীত

 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে এক জরুরি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পরিষদের ১৫ সদস্য দেশের প্রতিনিধিরা দুই প্রতিবেশী দেশকে উত্তেজনা প্রশমন এবং শান্তিপূর্ণ সংলাপে বসার আহ্বান জানান।

বৈঠকের পর কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা না হলেও পাকিস্তান পক্ষ দাবি করেছে, তারা তাদের কৌশলগত লক্ষ্যগুলোর বেশির ভাগই পূরণ করতে পেরেছে। এ বৈঠকে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ ছাড়াও দশটি অস্থায়ী সদস্য দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পেহেলগামে হামলা প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তিনি ভারত ও পাকিস্তানকে সামরিক সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, “ভুল করবেন না, সামরিক সমাধান কোনো স্থায়ী সমাধান নয়। শান্তি প্রতিষ্ঠায় আমি দুই দেশের সরকারকে সহায়তা করতে প্রস্তুত।”

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের অনুরোধে এ রুদ্ধদ্বার বৈঠক ডাকা হয়। বৈঠকে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার বক্তব্য রাখেন এবং কাশ্মীর ইস্যুকে ভারত-পাকিস্তানের দীর্ঘ ৭০ বছরের বিরোধ হিসেবে তুলে ধরেন।

এক সংবাদ সম্মেলনে ইফতিখার বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা যে আন্তরিক মনোযোগ ও সম্পৃক্ততা দেখিয়েছেন, তার জন্য পাকিস্তান কৃতজ্ঞ। তিনি জানান, পাকিস্তান ভারতের সাম্প্রতিক একতরফা পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এ বিষয়ে পরিষদে জোরালোভাবে বক্তব্য দিয়েছে।

ইফতিখার আরও বলেন, পাকিস্তান সব সময় তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রস্তুত। তবে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, “কাশ্মীরি জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ বিরোধের টেকসই সমাধান কখনোই সম্ভব নয়।”

নিরাপত্তা পরিষদের এ আলোচনায় দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমন এবং রাজনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার গুরুত্বই উঠে এসেছে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।

 

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘে ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে রুদ্ধদ্বার বৈঠক, সংলাপের আহ্বান

আপডেট সময় ০৫:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে এক জরুরি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পরিষদের ১৫ সদস্য দেশের প্রতিনিধিরা দুই প্রতিবেশী দেশকে উত্তেজনা প্রশমন এবং শান্তিপূর্ণ সংলাপে বসার আহ্বান জানান।

বৈঠকের পর কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা না হলেও পাকিস্তান পক্ষ দাবি করেছে, তারা তাদের কৌশলগত লক্ষ্যগুলোর বেশির ভাগই পূরণ করতে পেরেছে। এ বৈঠকে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ ছাড়াও দশটি অস্থায়ী সদস্য দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পেহেলগামে হামলা প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তিনি ভারত ও পাকিস্তানকে সামরিক সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, “ভুল করবেন না, সামরিক সমাধান কোনো স্থায়ী সমাধান নয়। শান্তি প্রতিষ্ঠায় আমি দুই দেশের সরকারকে সহায়তা করতে প্রস্তুত।”

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের অনুরোধে এ রুদ্ধদ্বার বৈঠক ডাকা হয়। বৈঠকে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার বক্তব্য রাখেন এবং কাশ্মীর ইস্যুকে ভারত-পাকিস্তানের দীর্ঘ ৭০ বছরের বিরোধ হিসেবে তুলে ধরেন।

এক সংবাদ সম্মেলনে ইফতিখার বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা যে আন্তরিক মনোযোগ ও সম্পৃক্ততা দেখিয়েছেন, তার জন্য পাকিস্তান কৃতজ্ঞ। তিনি জানান, পাকিস্তান ভারতের সাম্প্রতিক একতরফা পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এ বিষয়ে পরিষদে জোরালোভাবে বক্তব্য দিয়েছে।

ইফতিখার আরও বলেন, পাকিস্তান সব সময় তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রস্তুত। তবে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, “কাশ্মীরি জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ বিরোধের টেকসই সমাধান কখনোই সম্ভব নয়।”

নিরাপত্তা পরিষদের এ আলোচনায় দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমন এবং রাজনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার গুরুত্বই উঠে এসেছে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।