পোল্যান্ড ও ডাচ প্রধানমন্ত্রীর দিকে ধোঁয়ার বোমা নিক্ষেপ, অনুষ্ঠানস্থলে উত্তেজনা

- আপডেট সময় ১২:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 18
নেদারল্যান্ডসের নাৎসি দখলমুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণানুষ্ঠানে নিরাপত্তা বিঘ্ন ঘটেছে। অনুষ্ঠানে উপস্থিত পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এবং নেদারল্যান্ডসের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ডিক স্কোফের দিকে এক ব্যক্তি ধোঁয়ার বোমা ছুঁড়ে মারেন।
ঘটনাটি ঘটে যখন উভয় নেতা স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করেই জনতার মাঝ থেকে ধোঁয়ার একটি বস্তু ছুঁড়ে মারা হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থল দ্রুত ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। তাৎক্ষণিকভাবে দুই প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় অনুষ্ঠানস্থলে উপস্থিত জনগণের মাঝে আতঙ্ক দেখা দেয়। যদিও কেউ গুরুতরভাবে আহত হননি, তবুও অনুষ্ঠানটির স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ধোঁয়ায় চারপাশ ঢেকে যাওয়ায় কিছুক্ষণ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। কে বা কারা এর সঙ্গে জড়িত, তা জানার জন্য তদন্ত চলছে। সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে এবং নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
নেদারল্যান্ডস কর্তৃপক্ষ বলেছে, এমন একটি মর্যাদাপূর্ণ ও ঐতিহাসিক দিনে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথাও জানানো হয়েছে।
উল্লেখ্য, নাৎসি দখল থেকে মুক্তির স্মরণে প্রতিবছর এই অনুষ্ঠানটি আয়োজিত হয়ে থাকে, যেখানে আন্তর্জাতিক পর্যায়ের নেতারা অংশগ্রহণ করে থাকেন। এবার পোল্যান্ড ও নেদারল্যান্ডসের শীর্ষ দুই নেতা উপস্থিত ছিলেন।
ঘটনার পর অনুষ্ঠানের বাকি অংশ সীমিত পরিসরে সম্পন্ন করা হয় এবং জনসাধারণকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এলার্ট বজায় থাকবে বলে জানানো হয়েছে।
এই ঘটনার পর ইউরোপজুড়ে নেতাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বহু বিশ্লেষক মনে করছেন, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নিরাপত্তা আরও কঠোর করা উচিত যাতে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা যায়।