১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

এবারের হজ: সৌদি আরবে পৌঁছেছেন ২৮,৫৯৫ বাংলাদেশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 201

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২৮ হাজার ৫৯৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ৭০টি হজ ফ্লাইটের মাধ্যমে তারা সৌদি আরবে যান।

বাংলাদেশ হজ অফিস, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, এয়ারলাইন্স এবং সৌদি আরবের সূত্রের ভিত্তিতে হেল্প ডেস্ক জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৪ হাজার ৩১ জন হজযাত্রী।

বিজ্ঞাপন

এ পর্যন্ত ৮২ হাজার ২২৮টি হজ ভিসা ইস্যু করা হয়েছে। ৭০টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩১টি, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ যাত্রা শুরু হয়েছে গত ২৯ এপ্রিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরব রওনা দেন। হজ ফ্লাইট শেষ হবে ৩১ মে।

এ বছর মোট ৮৭ হাজার ১০০ জন হজে যাওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে যাবেন। হজে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি। এদিকে, চলতি বছর হজ করতে গিয়ে দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন—খলিলুর রহমান (৭০) এবং ফরিদুজ্জামান (৫৭)।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৫ সালের হজ আগামী ৫ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট হবে ১০ জুলাই।

নিউজটি শেয়ার করুন

এবারের হজ: সৌদি আরবে পৌঁছেছেন ২৮,৫৯৫ বাংলাদেশি

আপডেট সময় ১০:২৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

 

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২৮ হাজার ৫৯৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ৭০টি হজ ফ্লাইটের মাধ্যমে তারা সৌদি আরবে যান।

বাংলাদেশ হজ অফিস, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, এয়ারলাইন্স এবং সৌদি আরবের সূত্রের ভিত্তিতে হেল্প ডেস্ক জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৪ হাজার ৩১ জন হজযাত্রী।

বিজ্ঞাপন

এ পর্যন্ত ৮২ হাজার ২২৮টি হজ ভিসা ইস্যু করা হয়েছে। ৭০টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩১টি, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ যাত্রা শুরু হয়েছে গত ২৯ এপ্রিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরব রওনা দেন। হজ ফ্লাইট শেষ হবে ৩১ মে।

এ বছর মোট ৮৭ হাজার ১০০ জন হজে যাওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে যাবেন। হজে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি। এদিকে, চলতি বছর হজ করতে গিয়ে দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন—খলিলুর রহমান (৭০) এবং ফরিদুজ্জামান (৫৭)।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৫ সালের হজ আগামী ৫ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট হবে ১০ জুলাই।