ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিএসইতে সূচক ও লেনদেনে চাঙ্গাভাব, আট মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: র‍্যাবের অভিযানে ঘাতক চালক গ্রেপ্তার ইসলামি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর জুবায়দুর রহমান টেকনাফে ৩ লাখ টাকার মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ, জরিমানা ৬.৬৩ লাখ টাকা বঙ্গপসাগর থেকে ১৮ জন অসহায় জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগে চীন, উদ্বিগ্ন ভাটির দেশগুলো গণমাধ্যম কর্মীদের জন্য ইসির নানা শর্ত গুলিস্তানে ককটেলসহ গ্রেপ্তার ২ নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করায় রাজনীতি : মীর্জ ফখরুল প্রফেসর আবুল বারকাতের ২ দিনের রিমান্ড মঞ্জুর

এবারের হজ: সৌদি আরবে পৌঁছেছেন ২৮,৫৯৫ বাংলাদেশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 57

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২৮ হাজার ৫৯৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ৭০টি হজ ফ্লাইটের মাধ্যমে তারা সৌদি আরবে যান।

বাংলাদেশ হজ অফিস, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, এয়ারলাইন্স এবং সৌদি আরবের সূত্রের ভিত্তিতে হেল্প ডেস্ক জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৪ হাজার ৩১ জন হজযাত্রী।

এ পর্যন্ত ৮২ হাজার ২২৮টি হজ ভিসা ইস্যু করা হয়েছে। ৭০টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩১টি, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ যাত্রা শুরু হয়েছে গত ২৯ এপ্রিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরব রওনা দেন। হজ ফ্লাইট শেষ হবে ৩১ মে।

এ বছর মোট ৮৭ হাজার ১০০ জন হজে যাওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে যাবেন। হজে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি। এদিকে, চলতি বছর হজ করতে গিয়ে দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন—খলিলুর রহমান (৭০) এবং ফরিদুজ্জামান (৫৭)।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৫ সালের হজ আগামী ৫ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট হবে ১০ জুলাই।

নিউজটি শেয়ার করুন

এবারের হজ: সৌদি আরবে পৌঁছেছেন ২৮,৫৯৫ বাংলাদেশি

আপডেট সময় ১০:২৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

 

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২৮ হাজার ৫৯৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ৭০টি হজ ফ্লাইটের মাধ্যমে তারা সৌদি আরবে যান।

বাংলাদেশ হজ অফিস, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, এয়ারলাইন্স এবং সৌদি আরবের সূত্রের ভিত্তিতে হেল্প ডেস্ক জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৪ হাজার ৩১ জন হজযাত্রী।

এ পর্যন্ত ৮২ হাজার ২২৮টি হজ ভিসা ইস্যু করা হয়েছে। ৭০টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩১টি, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ যাত্রা শুরু হয়েছে গত ২৯ এপ্রিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরব রওনা দেন। হজ ফ্লাইট শেষ হবে ৩১ মে।

এ বছর মোট ৮৭ হাজার ১০০ জন হজে যাওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে যাবেন। হজে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি। এদিকে, চলতি বছর হজ করতে গিয়ে দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন—খলিলুর রহমান (৭০) এবং ফরিদুজ্জামান (৫৭)।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৫ সালের হজ আগামী ৫ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট হবে ১০ জুলাই।