মালয়েশিয়ায় ‘বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স’ চ্যাপ্টার কমিটি ২০২৫’ ঘোষণা

- আপডেট সময় ০৩:৩০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 20
নীতিবোধ ও নেতৃত্বের অঙ্গীকার নিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)’ ঘোষণা করেছে ‘সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটি সেশন-২০২৫’। এ কমিটিতে মোহাইমিনুল ইসলামকে প্রেসিডেন্ট এবং মেহেদি হাসান সুপ্তকে সেক্রেটারি মনোনীত করে ২৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি অভিজাত হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের সাবেক প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর। তিনি বলেন, “যেকোনো সংগঠনের মূল শক্তি হলো নৈতিকতা। নীতি ও মূল্যবোধে আপসহীন থেকে নেতৃত্ব দিতে হবে এই চেতনায়ই বিয়াম এগিয়ে চলছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এইচ গ্লোবাল গ্রুপের স্বত্বাধিকারী ও চিফ কমার্শিয়াল অফিসার, ইউকে প্রবাসী জহিরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “দেশের প্রতিনিধিত্বকারী এই প্রজন্মকে উচিত নেতৃত্ব ও স্বচ্ছতা নিয়ে কাজ করে নিজেদের দক্ষতা প্রমাণ করা।”
নতুন কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাহমিদ তাজওয়ার তামিম, ভাইস প্রেসিডেন্ট মো. ইয়া নাবিয়ুর রহমান ও রাশেদুল ইসলাম, ডেপুটি সেক্রেটারি নাজমুল হাসান, আর্টস অ্যান্ড কালচারাল এক্সিকিউটিভ জয়নব, সদস্য হিসেবে রয়েছেন মেহেদি হাসান ও আরিফুল ইসলাম আপনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “নীতির প্রশ্নে কোনো আপস নয় এই মূলনীতিতে পথচলা শুরু করবে নতুন কমিটি। নেতৃত্বে স্বচ্ছতা, সততা ও সামাজিক দায়িত্ববোধ বজায় রেখেই সবাইকে কাজ করতে হবে।”
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়, যেখানে নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আগত অতিথিরা তাদের বক্তব্যে ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।
নতুন কমিটির সদস্যরা সবাইকে সঙ্গে নিয়ে বিয়ামকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।