ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

কাশ্মীর সংকটে ট্রাম্পের কাছে হস্তক্ষেপ চাইলেন পাকিস্তানি রাষ্ট্রদূত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 33

ছবি সংগৃহীত

 

ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ। মার্কিন সাময়িকী নিউজউইক-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। পাকিস্তানি দৈনিক ডন বৃহস্পতিবার (১ মে) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।

রাষ্ট্রদূত শেখ বলেন, “এই প্রশাসনের সময় বিশ্বে শান্তির পক্ষ অবলম্বনকারী একজন প্রেসিডেন্টের জন্য কাশ্মীর ইস্যুর চেয়ে বড় ও জরুরি কিছু আর হতে পারে না।” তিনি উল্লেখ করেন, ট্রাম্প যুদ্ধ বিরোধী অবস্থান নিয়েছেন, যুদ্ধ শেষ করেছেন এবং বহু আন্তর্জাতিক সংকট সমাধানে নেতৃত্ব দিয়েছেন। সেক্ষেত্রে কাশ্মীর সংকটের মতো একটি গুরুতর বিষয়ে তার উদ্যোগ প্রত্যাশিত।

সম্প্রতি অধিকৃত কাশ্মীরের পহেলগামে এক বন্দুকধারীর হামলায় প্রাণ হারান ২৬ জন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ২০০০ সালের পর এই অঞ্চলজুড়ে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। ভারত এই হামলার পেছনে সীমান্তের বাইরে থেকে জঙ্গি মদদের অভিযোগ তুলেছে, যদিও পাকিস্তান এমন দাবি প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। পাকিস্তান তার প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করেছে এবং ভারতের প্রধানমন্ত্রী তার সেনাবাহিনীকে ‘কার্যকরী স্বাধীনতা’ দিয়েছেন। এমন পরিস্থিতিতে পাকিস্তান আশঙ্কা করছে, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত সীমান্ত লঙ্ঘন করে হামলা চালাতে পারে, এমন গোয়েন্দা তথ্য তাদের হাতে আছে।

রাষ্ট্রদূত শেখ আরও জানান, সম্ভাব্য সামরিক সংঘর্ষ এড়াতে পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক কূটনৈতিক চ্যানেলের সাহায্য নিচ্ছে। তার মতে, এ মুহূর্তে কেবল অস্থায়ী উত্তেজনা কমানোই নয়, বরং কাশ্মীর ইস্যুতে স্থায়ী ও টেকসই সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের উচিত আরও কার্যকর ভূমিকা রাখা।

তিনি স্পষ্ট করে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান দীর্ঘদিনের দ্বন্দ্বের মূলেই রয়েছে কাশ্মীর সমস্যা। তাই ট্রাম্প প্রশাসনের উচিত এই সংকট নিরসনে সরাসরি এবং সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ করা।

নিউজটি শেয়ার করুন

কাশ্মীর সংকটে ট্রাম্পের কাছে হস্তক্ষেপ চাইলেন পাকিস্তানি রাষ্ট্রদূত

আপডেট সময় ০৬:৪৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

 

ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ। মার্কিন সাময়িকী নিউজউইক-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। পাকিস্তানি দৈনিক ডন বৃহস্পতিবার (১ মে) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।

রাষ্ট্রদূত শেখ বলেন, “এই প্রশাসনের সময় বিশ্বে শান্তির পক্ষ অবলম্বনকারী একজন প্রেসিডেন্টের জন্য কাশ্মীর ইস্যুর চেয়ে বড় ও জরুরি কিছু আর হতে পারে না।” তিনি উল্লেখ করেন, ট্রাম্প যুদ্ধ বিরোধী অবস্থান নিয়েছেন, যুদ্ধ শেষ করেছেন এবং বহু আন্তর্জাতিক সংকট সমাধানে নেতৃত্ব দিয়েছেন। সেক্ষেত্রে কাশ্মীর সংকটের মতো একটি গুরুতর বিষয়ে তার উদ্যোগ প্রত্যাশিত।

সম্প্রতি অধিকৃত কাশ্মীরের পহেলগামে এক বন্দুকধারীর হামলায় প্রাণ হারান ২৬ জন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ২০০০ সালের পর এই অঞ্চলজুড়ে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। ভারত এই হামলার পেছনে সীমান্তের বাইরে থেকে জঙ্গি মদদের অভিযোগ তুলেছে, যদিও পাকিস্তান এমন দাবি প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। পাকিস্তান তার প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করেছে এবং ভারতের প্রধানমন্ত্রী তার সেনাবাহিনীকে ‘কার্যকরী স্বাধীনতা’ দিয়েছেন। এমন পরিস্থিতিতে পাকিস্তান আশঙ্কা করছে, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত সীমান্ত লঙ্ঘন করে হামলা চালাতে পারে, এমন গোয়েন্দা তথ্য তাদের হাতে আছে।

রাষ্ট্রদূত শেখ আরও জানান, সম্ভাব্য সামরিক সংঘর্ষ এড়াতে পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক কূটনৈতিক চ্যানেলের সাহায্য নিচ্ছে। তার মতে, এ মুহূর্তে কেবল অস্থায়ী উত্তেজনা কমানোই নয়, বরং কাশ্মীর ইস্যুতে স্থায়ী ও টেকসই সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের উচিত আরও কার্যকর ভূমিকা রাখা।

তিনি স্পষ্ট করে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান দীর্ঘদিনের দ্বন্দ্বের মূলেই রয়েছে কাশ্মীর সমস্যা। তাই ট্রাম্প প্রশাসনের উচিত এই সংকট নিরসনে সরাসরি এবং সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ করা।