ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হানিফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুর্নীতির মামলা, সম্পদ বিবরণী চেয়ে আইনি নোটিশ বঙ্গোপসাগরে ভারতীয় দুই ট্রলারসহ ৩৪ জেলে আটক শুধু বাহক নয়, মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা পরমাণু সংস্থার পরিদর্শকদের জুতার ভেতরে গুপ্তচর চিপ! দাবি ইরানের। ইউক্রেনে সেনা খসড়ায় স্বয়ংক্রিয় প্রযুক্তি: ১৭-২৫ বছরের তরুণদের জন্য পালানোর আর পথ নেই। রাশিয়ার “মেগা-অফেনসিভ” পরিকল্পনা, সঙ্গে থাকছে ৩০,০০০ উত্তর কোরিয়ান সেনা অপরাধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকায় দক্ষিণ আফ্রিকার পুলিশমন্ত্রী বরখাস্ত আমাদের উজানের দেশ, তথ্য না দিলে বন্যার প্রস্তুতি নেওয়া কঠিন: পরিবেশ উপদেষ্টা সর্দি কাশি নিরাময়ে লবঙ্গের ৭টি স্বাস্থ্য উপকারিতা যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা

সুইডেনের উপসালায় বন্দুক হামলায় নিহত ৩, আতঙ্ক সর্বত্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 21

ছবি: সংগৃহীত

 

সুইডেনের উপসালা শহরের ভাকসালা স্কয়ার এলাকায় মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ভয়াবহ বন্দুক হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। দেশটির পুলিশ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। নিহতদের স্বজনদের এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলেও জানানো হয়েছে। ঘটনার পরপরই পুরো এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ও তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম এসভিটির প্রতিবেদন অনুযায়ী, এক সন্দেহভাজন ব্যক্তি একটি ইলেকট্রিক স্কুটার ব্যবহার করে ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই স্কুটারেই হামলাকারী পালিয়ে যান। ঘটনার সময় আশপাশের বাসিন্দারা একাধিক গুলির শব্দ শুনে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে গুলিবিদ্ধ কয়েকজনকে উদ্ধার করে।

ঘটনার পর এক প্রতিক্রিয়ায় পুলিশের মুখপাত্র ম্যাগনাস ক্লারিন বলেন, “আমরা ভাকসালা এলাকা থেকে একাধিক গুলির শব্দ পাওয়ার রিপোর্ট পেয়েছি। এখন পর্যন্ত এটুকুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে। বিস্তারিত তদন্ত চলছে।”

এই হামলার পেছনে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট উদ্দেশ্য জানা যায়নি। তবে চলতি বছর ইউরোপীয় পার্লামেন্ট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সুইডেন বর্তমানে সংঘবদ্ধ গ্যাং সহিংসতার ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। পুলিশের ধারণা, এই গুলিবর্ষণের ঘটনাটি সেই সহিংসতারই অংশ হতে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে সুইডেনে গ্যাং-সংঘাতজনিত সহিংসতা বাড়ছে। বিশেষ করে স্টকহোম, মালমো ও উপসালা শহরগুলোতে গ্যাং সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জেরে গুলি ও বিস্ফোরণের ঘটনা বেড়েছে। পুলিশ বলছে, এসব সংঘাতের মূল কারণ আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ।

এদিকে ভয়াবহ এই ঘটনায় ভাকসালা এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয়রা দাবি করছেন, দিন দিন নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে, যা তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে।

ঘটনার তদন্তে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন প্রযুক্তিগত মাধ্যম ব্যবহার করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এবং কেউ কোনো তথ্য পেলে তা দ্রুত জানাতে অনুরোধ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

সুইডেনের উপসালায় বন্দুক হামলায় নিহত ৩, আতঙ্ক সর্বত্র

আপডেট সময় ১০:৪৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

 

সুইডেনের উপসালা শহরের ভাকসালা স্কয়ার এলাকায় মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ভয়াবহ বন্দুক হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। দেশটির পুলিশ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। নিহতদের স্বজনদের এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলেও জানানো হয়েছে। ঘটনার পরপরই পুরো এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ও তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম এসভিটির প্রতিবেদন অনুযায়ী, এক সন্দেহভাজন ব্যক্তি একটি ইলেকট্রিক স্কুটার ব্যবহার করে ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই স্কুটারেই হামলাকারী পালিয়ে যান। ঘটনার সময় আশপাশের বাসিন্দারা একাধিক গুলির শব্দ শুনে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে গুলিবিদ্ধ কয়েকজনকে উদ্ধার করে।

ঘটনার পর এক প্রতিক্রিয়ায় পুলিশের মুখপাত্র ম্যাগনাস ক্লারিন বলেন, “আমরা ভাকসালা এলাকা থেকে একাধিক গুলির শব্দ পাওয়ার রিপোর্ট পেয়েছি। এখন পর্যন্ত এটুকুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে। বিস্তারিত তদন্ত চলছে।”

এই হামলার পেছনে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট উদ্দেশ্য জানা যায়নি। তবে চলতি বছর ইউরোপীয় পার্লামেন্ট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সুইডেন বর্তমানে সংঘবদ্ধ গ্যাং সহিংসতার ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। পুলিশের ধারণা, এই গুলিবর্ষণের ঘটনাটি সেই সহিংসতারই অংশ হতে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে সুইডেনে গ্যাং-সংঘাতজনিত সহিংসতা বাড়ছে। বিশেষ করে স্টকহোম, মালমো ও উপসালা শহরগুলোতে গ্যাং সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জেরে গুলি ও বিস্ফোরণের ঘটনা বেড়েছে। পুলিশ বলছে, এসব সংঘাতের মূল কারণ আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ।

এদিকে ভয়াবহ এই ঘটনায় ভাকসালা এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয়রা দাবি করছেন, দিন দিন নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে, যা তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে।

ঘটনার তদন্তে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন প্রযুক্তিগত মাধ্যম ব্যবহার করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এবং কেউ কোনো তথ্য পেলে তা দ্রুত জানাতে অনুরোধ জানিয়েছে।