কাশ্মীর সীমান্তে টানা পাঁচরাত ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি

- আপডেট সময় ১০:৫৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ফের ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এ নিয়ে টানা পাঁচরাত ধরে কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। তবে সর্বশেষ গোলাগুলিতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়, নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ শুরু করলে ভারতীয় সেনাবাহিনী ‘পরিমিত এবং কার্যকর’ জবাব দেয়। এই গোলাগুলির ঘটনা জম্মুর কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীত দিক এবং আখনুর সেক্টরের কাছে সংঘটিত হয়।
গত সপ্তাহে কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে সীমান্তে বারবার গোলাগুলির ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘২৮ থেকে ২৯ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তান সেনারা কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বিনা উসকানিতে ছোট অস্ত্রের গুলিবর্ষণ করে। ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত পরিমিত এবং কার্যকরভাবে এর জবাব দেয়।’
এনডিটিভির প্রতিবেদন আরও জানায়, গত বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন ভারতীয় অবস্থানে লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে। তবে পাকিস্তানের কোনো গণমাধ্যম থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, পহেলগাম হামলার প্রেক্ষিতে ভারত গত বুধবার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও বেশ কয়েকটি পদক্ষেপের কথা জানায়।
উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈসারণ উপত্যকায় বন্দুকধারীদের হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন পর্যটক নিহত হন। এই হামলার পরই সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।