ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বৈঠকে অসমাপ্ত আলোচনা: ট্রাম্প ও পুতিনের কূটনৈতিক দ্বন্দ্ব এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ

রোমে ট্রাম্প-জেলেনস্কি ফলপ্রসূ বৈঠক, যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 23

ছবি সংগৃহীত

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ‘খুবই ফলপ্রসূ’ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা। শনিবার (২৬ এপ্রিল) ইতালির রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে গিয়ে উভয় নেতা এই বৈঠকে মিলিত হন।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, পোপের শেষকৃত্যের ফাঁকে দুই রাষ্ট্রনেতা একান্তে আলোচনা করেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জেলেনস্কির দপ্তরের একজন মুখপাত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই আলোচনার বিস্তারিত জানাতে তারা আপাতত বিরত রয়েছেন।

উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ওভাল অফিসে দুই নেতার মধ্যে এক উত্তপ্ত বৈঠক হয়েছিল। এরপর রোমে এই সাক্ষাৎ দুই দেশের কূটনৈতিক অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করল বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট জেলেনস্কি শনিবার একান্ত বৈঠক করেছেন এবং এটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বৈঠক সম্পর্কিত বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই উভয় পক্ষকে চাপ দিয়ে আসছেন। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধবিরতিতে সম্মত করার জন্য একাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। শুক্রবার (২৫ এপ্রিল) ট্রাম্প জানান, তার প্রশাসনের দূত ও রাশিয়ার শীর্ষ নেতৃত্বের মধ্যে ইতোমধ্যে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে তিনি কিয়েভ ও মস্কোর মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের আহ্বান জানিয়েছেন।

এছাড়া ট্রাম্প সতর্ক করেছেন, দুই পক্ষ যদি শিগগিরই কোনও শান্তিচুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে তার প্রশাসন শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা থেকে সরে আসবে।

বিশ্লেষকরা মনে করছেন, রোমে ট্রাম্প-জেলেনস্কির এই বৈঠক যুদ্ধবিরতির পথ প্রশস্ত করতে পারে। এখন নজর রয়েছে, রাশিয়া ও ইউক্রেনের পরবর্তী অবস্থানের দিকে।

 

নিউজটি শেয়ার করুন

রোমে ট্রাম্প-জেলেনস্কি ফলপ্রসূ বৈঠক, যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি

আপডেট সময় ০৬:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ‘খুবই ফলপ্রসূ’ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা। শনিবার (২৬ এপ্রিল) ইতালির রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে গিয়ে উভয় নেতা এই বৈঠকে মিলিত হন।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, পোপের শেষকৃত্যের ফাঁকে দুই রাষ্ট্রনেতা একান্তে আলোচনা করেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জেলেনস্কির দপ্তরের একজন মুখপাত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই আলোচনার বিস্তারিত জানাতে তারা আপাতত বিরত রয়েছেন।

উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ওভাল অফিসে দুই নেতার মধ্যে এক উত্তপ্ত বৈঠক হয়েছিল। এরপর রোমে এই সাক্ষাৎ দুই দেশের কূটনৈতিক অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করল বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট জেলেনস্কি শনিবার একান্ত বৈঠক করেছেন এবং এটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বৈঠক সম্পর্কিত বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই উভয় পক্ষকে চাপ দিয়ে আসছেন। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধবিরতিতে সম্মত করার জন্য একাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। শুক্রবার (২৫ এপ্রিল) ট্রাম্প জানান, তার প্রশাসনের দূত ও রাশিয়ার শীর্ষ নেতৃত্বের মধ্যে ইতোমধ্যে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে তিনি কিয়েভ ও মস্কোর মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের আহ্বান জানিয়েছেন।

এছাড়া ট্রাম্প সতর্ক করেছেন, দুই পক্ষ যদি শিগগিরই কোনও শান্তিচুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে তার প্রশাসন শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা থেকে সরে আসবে।

বিশ্লেষকরা মনে করছেন, রোমে ট্রাম্প-জেলেনস্কির এই বৈঠক যুদ্ধবিরতির পথ প্রশস্ত করতে পারে। এখন নজর রয়েছে, রাশিয়া ও ইউক্রেনের পরবর্তী অবস্থানের দিকে।