ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

মোদির জন্য নেতানিয়াহুর বার্তা: সম্পর্কের নতুন অধ্যায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / 34

ছবি সংগৃহীত

 

 

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়।

পেহেলগামের এই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু। মোদিকে ফোন করে তিনি ভারতীয় জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

ফোনালাপে প্রধানমন্ত্রী মোদি হামলার পেছনের ঘটনা নেতানিয়াহুকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং বলেন, এ ধরনের বর্বর হামলার সঙ্গে জড়িত অপরাধী ও তাদের সহায়তাকারীদের বিচার নিশ্চিত করতে ভারত বদ্ধপরিকর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে জানান, “ইসরায়েলের প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে হামলার নিন্দা জানান এবং ভারতীয় জনগণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার বার্তা দেন।”

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে একটি জনপ্রিয় পর্যটন এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন প্রাণ হারান, যাদের মধ্যে একজন ছিলেন নেপালি নাগরিক। ভারত সরকার হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে, যদিও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে একে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বলে দাবি করেছে।

হামলার পর ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয়দের ভিসা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত এবং ভারতীয় বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার মতো পাল্টা পদক্ষেপ গ্রহণ করে। এই পাল্টাপাল্টি সিদ্ধান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা ফের বেড়ে গেছে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে যে, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা দুই দেশের মধ্যে সামরিক সংঘাতেও রূপ নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

মোদির জন্য নেতানিয়াহুর বার্তা: সম্পর্কের নতুন অধ্যায়

আপডেট সময় ০৩:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

 

 

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়।

পেহেলগামের এই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু। মোদিকে ফোন করে তিনি ভারতীয় জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

ফোনালাপে প্রধানমন্ত্রী মোদি হামলার পেছনের ঘটনা নেতানিয়াহুকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং বলেন, এ ধরনের বর্বর হামলার সঙ্গে জড়িত অপরাধী ও তাদের সহায়তাকারীদের বিচার নিশ্চিত করতে ভারত বদ্ধপরিকর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে জানান, “ইসরায়েলের প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে হামলার নিন্দা জানান এবং ভারতীয় জনগণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার বার্তা দেন।”

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে একটি জনপ্রিয় পর্যটন এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন প্রাণ হারান, যাদের মধ্যে একজন ছিলেন নেপালি নাগরিক। ভারত সরকার হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে, যদিও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে একে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বলে দাবি করেছে।

হামলার পর ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয়দের ভিসা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত এবং ভারতীয় বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার মতো পাল্টা পদক্ষেপ গ্রহণ করে। এই পাল্টাপাল্টি সিদ্ধান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা ফের বেড়ে গেছে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে যে, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা দুই দেশের মধ্যে সামরিক সংঘাতেও রূপ নিতে পারে।