ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘের জুলাই অভ্যুত্থান রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল জারি রাশিয়ার বিরুদ্ধে ইইউ-এর ১৭তম প্যাকেজের নিষেধাজ্ঞা: তুরস্ক সহ একাধিক দেশও এর অন্তর্ভুক্ত সুন্দরবন সুরক্ষায় নতুন কৌশলে বন বিভাগ, ফাঁদ জমা দিলে মিলছে পুরস্কার ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে সৌদির পূর্ণ সমর্থন আছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের সংলাপে আহ্বান নতুন পোপ লিও চতুর্দশের ভিসা সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী কমেছে, কমেছে রাজস্ব আয় মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৪৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবিতে শাহবাগ নার্সিং শিক্ষার্থীদের অবরোধ আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

কমে গেল বৈশ্বিক সহায়তা: ইউক্রেন, শরণার্থী ও মানবিক খাতে বড় কাটছাঁট।

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / 14

ছবি সংগৃহীত

 

২০২৪ সালে বৈশ্বিক উন্নয়ন সহায়তা ৭.১% কমে গেছে। পাঁচ বছর ধরে সহায়তা বাড়লেও এবার প্রথমবারের মতো তা কমেছে বলে জানিয়েছে প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা OECD।

এই বছরে OECD-এর সদস্য দেশগুলো ২১২.১ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যা তাদের মোট জাতীয় আয়ের মাত্র ০.৩৩%।

সহায়তা কমার প্রধান কারণগুলো হলো:

– আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য অনুদান কমে যাওয়া।

– ইউক্রেনের জন্য সহায়তা ১৬.৭% কমে ১৫.৫ বিলিয়নে নেমে আসা।

– মানবিক সহায়তা ৯.৬% হ্রাস পেয়ে ২৪.২ বিলিয়ন ডলারে নেমে যাওয়া।

– দাতা দেশগুলোতে শরণার্থীদের জন্য খরচ ১৭.৩% কমে যাওয়া

যুক্তরাষ্ট্র ২০২৪ সালেও সবচেয়ে বড় দাতা দেশ ছিল। তারা মোট ৬৩.৩ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যা মোট সহায়তার ৩০%। এরপর রয়েছে জার্মানি, যুক্তরাজ্য, জাপান ও ফ্রান্স।

OECD-এর উন্নয়ন সহায়তা কমিটির প্রধান কারস্টেন স্টাওয়ার বলেন,

“সহায়তা কমে যাওয়াটা দুঃখজনক। তবে এই অবস্থায় দরিদ্র ও দুর্বল দেশের দিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। সহায়তাকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে হবে, যাতে এটি আরও বেশি মানুষকে উপকৃত করতে পারে।”

 

নিউজটি শেয়ার করুন

কমে গেল বৈশ্বিক সহায়তা: ইউক্রেন, শরণার্থী ও মানবিক খাতে বড় কাটছাঁট।

আপডেট সময় ১২:১৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

 

২০২৪ সালে বৈশ্বিক উন্নয়ন সহায়তা ৭.১% কমে গেছে। পাঁচ বছর ধরে সহায়তা বাড়লেও এবার প্রথমবারের মতো তা কমেছে বলে জানিয়েছে প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা OECD।

এই বছরে OECD-এর সদস্য দেশগুলো ২১২.১ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যা তাদের মোট জাতীয় আয়ের মাত্র ০.৩৩%।

সহায়তা কমার প্রধান কারণগুলো হলো:

– আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য অনুদান কমে যাওয়া।

– ইউক্রেনের জন্য সহায়তা ১৬.৭% কমে ১৫.৫ বিলিয়নে নেমে আসা।

– মানবিক সহায়তা ৯.৬% হ্রাস পেয়ে ২৪.২ বিলিয়ন ডলারে নেমে যাওয়া।

– দাতা দেশগুলোতে শরণার্থীদের জন্য খরচ ১৭.৩% কমে যাওয়া

যুক্তরাষ্ট্র ২০২৪ সালেও সবচেয়ে বড় দাতা দেশ ছিল। তারা মোট ৬৩.৩ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যা মোট সহায়তার ৩০%। এরপর রয়েছে জার্মানি, যুক্তরাজ্য, জাপান ও ফ্রান্স।

OECD-এর উন্নয়ন সহায়তা কমিটির প্রধান কারস্টেন স্টাওয়ার বলেন,

“সহায়তা কমে যাওয়াটা দুঃখজনক। তবে এই অবস্থায় দরিদ্র ও দুর্বল দেশের দিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। সহায়তাকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে হবে, যাতে এটি আরও বেশি মানুষকে উপকৃত করতে পারে।”