কমে গেল বৈশ্বিক সহায়তা: ইউক্রেন, শরণার্থী ও মানবিক খাতে বড় কাটছাঁট।

- আপডেট সময় ১২:১৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / 14
২০২৪ সালে বৈশ্বিক উন্নয়ন সহায়তা ৭.১% কমে গেছে। পাঁচ বছর ধরে সহায়তা বাড়লেও এবার প্রথমবারের মতো তা কমেছে বলে জানিয়েছে প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা OECD।
এই বছরে OECD-এর সদস্য দেশগুলো ২১২.১ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যা তাদের মোট জাতীয় আয়ের মাত্র ০.৩৩%।
সহায়তা কমার প্রধান কারণগুলো হলো:
– আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য অনুদান কমে যাওয়া।
– ইউক্রেনের জন্য সহায়তা ১৬.৭% কমে ১৫.৫ বিলিয়নে নেমে আসা।
– মানবিক সহায়তা ৯.৬% হ্রাস পেয়ে ২৪.২ বিলিয়ন ডলারে নেমে যাওয়া।
– দাতা দেশগুলোতে শরণার্থীদের জন্য খরচ ১৭.৩% কমে যাওয়া
যুক্তরাষ্ট্র ২০২৪ সালেও সবচেয়ে বড় দাতা দেশ ছিল। তারা মোট ৬৩.৩ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যা মোট সহায়তার ৩০%। এরপর রয়েছে জার্মানি, যুক্তরাজ্য, জাপান ও ফ্রান্স।
OECD-এর উন্নয়ন সহায়তা কমিটির প্রধান কারস্টেন স্টাওয়ার বলেন,
“সহায়তা কমে যাওয়াটা দুঃখজনক। তবে এই অবস্থায় দরিদ্র ও দুর্বল দেশের দিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। সহায়তাকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে হবে, যাতে এটি আরও বেশি মানুষকে উপকৃত করতে পারে।”