ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ শিক্ষার্থীদের করা উচিত নয়: শিক্ষা উপদেষ্টা জলমহাল নীতিমালা পরিবর্তন করে প্রকৃত মৎস্যজীবীদের পাবে অগ্রাধিকার: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক পেতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে ১১ জন মেয়ে ও ১৩৫ জন শিশু: শারমিন মুরশিদ চীন ও তুরস্কের সহায়তার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করল পাকিস্তান লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ সরকারের বড় দৃষ্টান্ত: আসিফ মাহমুদ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫৪ জন গ্রেপ্তার সব শ্রেণির মানুষের রক্ত-ঘামে জুলাই বিপ্লবের সাফল্য: আসিফ মাহমুদ ট্রাম্পের শুল্কনীতিতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতি, ছাঁটাই-ব্যয় সংকটে ব্যবসা খাত গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

ইসরায়েলে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬ আহত ১৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 33

ছবি সংগৃহীত

 

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান-সমর্থিত ইয়েমেনি হুতি বিদ্রোহীরা আবারও ইসরায়েলের অভ্যন্তরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রোববার (১৩ এপ্রিল) চালানো এই হামলায় তেল আবিব, আল-কুদস ও পশ্চিম তীর অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, যা গোটা দেশে আতঙ্ক ছড়িয়ে দেয়।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামলার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালায়। প্রতিরোধ কতটা সফল হয়েছে, তা তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় এখনো কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, তাদের সশস্ত্র বাহিনী ‘একটি নির্দিষ্ট সামরিক অভিযানে’ অংশ নিয়েছে। এতে ‘ফিলিস্তিন-২’ নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে, যা ইসরায়েলের আশদোদের সোদেত মিচা সামরিক ঘাঁটি ও বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ছোড়া হয়।

এ হামলার জবাবে একই দিন ইয়েমেনে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। সানা, সাদা ও হুদাইদাহ প্রদেশের বিভিন্ন স্থাপনায় পরিচালিত ওই হামলায় অন্তত ৬ জন নিহত ও ১৩ জন আহত হন।

যুক্তরাষ্ট্রের এই পাল্টা পদক্ষেপকে হুতিরা বলছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে তাদের আক্রমণের জবাবস্বরূপ। তবে এই পাল্টা আক্রমণে বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতির মাত্রা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

বিশ্লেষকরা মনে করছেন, এই ধারাবাহিক হামলা ও পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ঠেলে দিচ্ছে। বিশেষ করে ইসরায়েল-গাজা পরিস্থিতির জেরে এমনিতেই উত্তপ্ত অঞ্চলে ইয়েমেনও এখন সরাসরি সংঘাতে জড়াতে শুরু করেছে, যা একটি বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে।

বিশ্ব সম্প্রদায় এ পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যে সংঘাত বেড়ে গেলে তার প্রভাব বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬ আহত ১৩

আপডেট সময় ০৩:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

 

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান-সমর্থিত ইয়েমেনি হুতি বিদ্রোহীরা আবারও ইসরায়েলের অভ্যন্তরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রোববার (১৩ এপ্রিল) চালানো এই হামলায় তেল আবিব, আল-কুদস ও পশ্চিম তীর অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, যা গোটা দেশে আতঙ্ক ছড়িয়ে দেয়।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামলার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালায়। প্রতিরোধ কতটা সফল হয়েছে, তা তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় এখনো কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, তাদের সশস্ত্র বাহিনী ‘একটি নির্দিষ্ট সামরিক অভিযানে’ অংশ নিয়েছে। এতে ‘ফিলিস্তিন-২’ নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে, যা ইসরায়েলের আশদোদের সোদেত মিচা সামরিক ঘাঁটি ও বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ছোড়া হয়।

এ হামলার জবাবে একই দিন ইয়েমেনে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। সানা, সাদা ও হুদাইদাহ প্রদেশের বিভিন্ন স্থাপনায় পরিচালিত ওই হামলায় অন্তত ৬ জন নিহত ও ১৩ জন আহত হন।

যুক্তরাষ্ট্রের এই পাল্টা পদক্ষেপকে হুতিরা বলছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে তাদের আক্রমণের জবাবস্বরূপ। তবে এই পাল্টা আক্রমণে বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতির মাত্রা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

বিশ্লেষকরা মনে করছেন, এই ধারাবাহিক হামলা ও পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ঠেলে দিচ্ছে। বিশেষ করে ইসরায়েল-গাজা পরিস্থিতির জেরে এমনিতেই উত্তপ্ত অঞ্চলে ইয়েমেনও এখন সরাসরি সংঘাতে জড়াতে শুরু করেছে, যা একটি বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে।

বিশ্ব সম্প্রদায় এ পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যে সংঘাত বেড়ে গেলে তার প্রভাব বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।