ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক “মিরপুরের উইকেট নিয়ে লিটনের ভিন্ন সুর” আগামী আগস্ট থেকে সিরিয়ায় গ্যাস সরবরাহ করবে আজারবাইজান, তুরস্ক হবে ট্রানজিট পথ তুরস্কের ইউরোফাইটার চুক্তিতে অস্বস্তিতে ইসরায়েল: “গেমচেঞ্জার না হলেও মাথাব্যথা” ওমান সাগরে উত্তেজনা: ইরানি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে পথ বদলালো মার্কিন যুদ্ধজাহাজ বাগেরহাটে লোকালয়ে ঢুকে পড়া বিশাল অজগর উদ্ধার গাজায় যুদ্ধবিরতির আহ্বান, ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিলেন ম্যাক্রোঁ থানার ভেতরে ছুরিকাঘাত, গাইবান্ধার এএসআই গুরুতর আহত”

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রে কিশোরের হাতে মা-বাবার মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 41

ছবি সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে এক কিশোর তার মা ও সৎবাবাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, এটি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা ও সরকার উৎখাতের একটি চক্রান্তের অংশ।

১৭ বছর বয়সী অভিযুক্ত কিশোরের নাম নিকিতা কাসাপ। তার বিরুদ্ধে ৩৫ বছর বয়সী মা তাতিয়ানা কাসাপ এবং ৫১ বছর বয়সী সৎবাবা ডোনাল্ড মেয়ারকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মিলওয়াকির ওয়াউকেশা গ্রামে তাদের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আদালতের নথি বলছে, ঘটনাস্থল থেকে কাসাপ পালিয়ে যান এবং তাকে ২০১৮ সালের একটি ভক্সওয়াগন অ্যাটলাস গাড়ি চালানোর সময় কানসাসে আটক করা হয়। গাড়িতে ছিল একটি পয়েন্ট ৩৫৭ ম্যাগনাম রিভলভার, নগদ ১৪ হাজার ডলার, চারটি ক্রেডিট কার্ড, সোনার গয়না ও একটি লকার।

তদন্তে উঠে এসেছে, কাসাপ ‘দ্য অর্ডার অব নাইন অ্যাঞ্জেলস’ নামক এক উগ্র ডানপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, যারা নাৎসি মতাদর্শে বিশ্বাসী। তার মোবাইল ফোনে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার পরিকল্পনা, বোমা তৈরির নির্দেশনা, সন্ত্রাসী হামলার আহ্বান এবং ইহুদিবিরোধী লেখার তথ্য পাওয়া গেছে।

এফবিআইয়ের জব্দ করা এক নথিতে কাসাপ যুক্তরাষ্ট্রে “রাজনৈতিক বিপ্লব” ও “শ্বেতাঙ্গ জাতির সুরক্ষা” নিশ্চিত করতে ট্রাম্পকে হত্যা করার আহ্বান জানায়। তার পরিকল্পনার অংশ হিসেবে ড্রোন ও বিস্ফোরক কেনার তথ্যও পাওয়া গেছে। এমনকি ইউক্রেনে পালানোর ছকও করেছিল সে।

দুই সপ্তাহ স্কুলে না যাওয়ার পর স্থানীয় প্রশাসন সন্দেহজনক হয়ে তার বাড়িতে যায় এবং মা-বাবার লাশ খুঁজে পায়। তদন্তকারীদের ধারণা, কাসাপ আর্থিক স্বাধীনতা ও নিজ পরিকল্পনা বাস্তবায়নের পথ তৈরি করতে এ হত্যাকাণ্ড ঘটায়।
আরও উদ্বেগজনক তথ্য অনুযায়ী, রাশিয়ার কিছু ব্যক্তির সঙ্গেও সে পরিকল্পনার কথা আলোচনা করেছিল।

নিকিতা কাসাপের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা, মৃতদেহ গোপন, ভুয়া পরিচয় ব্যবহারসহ মোট নয়টি গুরুতর অভিযোগ আনা হয়েছে।

গত ৯ এপ্রিল তার প্রাথমিক শুনানি হয়। সে কোনো বক্তব্য দেয়নি। আগামী ৭ মে ওয়াউকেশা কাউন্টির আদালতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রে কিশোরের হাতে মা-বাবার মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১১:৩০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

 

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে এক কিশোর তার মা ও সৎবাবাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, এটি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা ও সরকার উৎখাতের একটি চক্রান্তের অংশ।

১৭ বছর বয়সী অভিযুক্ত কিশোরের নাম নিকিতা কাসাপ। তার বিরুদ্ধে ৩৫ বছর বয়সী মা তাতিয়ানা কাসাপ এবং ৫১ বছর বয়সী সৎবাবা ডোনাল্ড মেয়ারকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মিলওয়াকির ওয়াউকেশা গ্রামে তাদের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আদালতের নথি বলছে, ঘটনাস্থল থেকে কাসাপ পালিয়ে যান এবং তাকে ২০১৮ সালের একটি ভক্সওয়াগন অ্যাটলাস গাড়ি চালানোর সময় কানসাসে আটক করা হয়। গাড়িতে ছিল একটি পয়েন্ট ৩৫৭ ম্যাগনাম রিভলভার, নগদ ১৪ হাজার ডলার, চারটি ক্রেডিট কার্ড, সোনার গয়না ও একটি লকার।

তদন্তে উঠে এসেছে, কাসাপ ‘দ্য অর্ডার অব নাইন অ্যাঞ্জেলস’ নামক এক উগ্র ডানপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, যারা নাৎসি মতাদর্শে বিশ্বাসী। তার মোবাইল ফোনে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার পরিকল্পনা, বোমা তৈরির নির্দেশনা, সন্ত্রাসী হামলার আহ্বান এবং ইহুদিবিরোধী লেখার তথ্য পাওয়া গেছে।

এফবিআইয়ের জব্দ করা এক নথিতে কাসাপ যুক্তরাষ্ট্রে “রাজনৈতিক বিপ্লব” ও “শ্বেতাঙ্গ জাতির সুরক্ষা” নিশ্চিত করতে ট্রাম্পকে হত্যা করার আহ্বান জানায়। তার পরিকল্পনার অংশ হিসেবে ড্রোন ও বিস্ফোরক কেনার তথ্যও পাওয়া গেছে। এমনকি ইউক্রেনে পালানোর ছকও করেছিল সে।

দুই সপ্তাহ স্কুলে না যাওয়ার পর স্থানীয় প্রশাসন সন্দেহজনক হয়ে তার বাড়িতে যায় এবং মা-বাবার লাশ খুঁজে পায়। তদন্তকারীদের ধারণা, কাসাপ আর্থিক স্বাধীনতা ও নিজ পরিকল্পনা বাস্তবায়নের পথ তৈরি করতে এ হত্যাকাণ্ড ঘটায়।
আরও উদ্বেগজনক তথ্য অনুযায়ী, রাশিয়ার কিছু ব্যক্তির সঙ্গেও সে পরিকল্পনার কথা আলোচনা করেছিল।

নিকিতা কাসাপের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা, মৃতদেহ গোপন, ভুয়া পরিচয় ব্যবহারসহ মোট নয়টি গুরুতর অভিযোগ আনা হয়েছে।

গত ৯ এপ্রিল তার প্রাথমিক শুনানি হয়। সে কোনো বক্তব্য দেয়নি। আগামী ৭ মে ওয়াউকেশা কাউন্টির আদালতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে।