ইসরায়েল লক্ষ্য করে ছোড়া হুতিদের ক্ষেপণাস্ত্র সৌদি আরবে আঘাত

- আপডেট সময় ০১:৪২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ৫০৫ বার পড়া হয়েছে
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে লক্ষ্য করে ছোড়া হলেও সৌদি আরবের ভূখণ্ডে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। তবে হুতিদের পক্ষ থেকে বা সৌদি আরবের সরকারিভাবে এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন (KAN) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়, কিন্তু সেটি সৌদি আরবের সীমান্তে গিয়ে বিস্ফোরিত হয়। ঠিক কোথায় আঘাত হেনেছে বা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনো পরিষ্কার নয়।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারির ১৯ তারিখে গাজা উপত্যকায় এক যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর হুতি গোষ্ঠী ইসরায়েল ও লোহিত সাগরে তাদের সামরিক কার্যক্রম স্থগিত করেছিল। তবে মার্চ মাসে ইসরায়েল ফের গাজায় সামরিক অভিযান শুরু করলে হুতিরা আবারও আক্রমণ শুরু করে।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাস থেকে এ পর্যন্ত ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলের দিকে অন্তত ১৮টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন নিক্ষেপ করেছে। যদিও এসব হামলার বেশিরভাগই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত হয়েছে বলে দাবি করা হয়।
গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত এক নতুন মাত্রা পেয়েছে মধ্যপ্রাচ্যজুড়ে। হুতিদের এই সরাসরি সম্পৃক্ততা একদিকে যেমন সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে, অন্যদিকে এটি ইঙ্গিত দিচ্ছে যে, ফিলিস্তিন প্রশ্নে আঞ্চলিক শক্তিগুলো নতুন করে সরব হয়ে উঠছে।
যদিও এই ঘটনার বিস্তারিত তথ্য এখনো অজানা, তবে বিষয়টি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। একইসাথে সৌদি আরব ও ইসরায়েল উভয়ের নিরাপত্তা ও কূটনৈতিক কৌশলের ওপর এই ঘটনায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।