ট্রাম্পের ‘গালফ অব আমেরিকা’ বিতর্কে আদালতের হস্তক্ষেপ: এপি’র হোয়াইট হাউস প্রবেশাধিকার ফিরছে

- আপডেট সময় ০১:৫৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / 25
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নির্বাহী আদেশ এবং সংবাদমাধ্যমের বাক্স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির এক ফেডারেল বিচারক।
বিতর্কের সূত্রপাত ‘গালফ অব মেক্সিকো’ নামটি ঘিরে। ট্রাম্প প্রশাসন একটি নির্বাহী আদেশ জারি করে এর নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করে। কিন্তু এপি সেই পরিবর্তন মানতে অস্বীকৃতি জানায় এবং তাদের প্রতিবেদনে ‘গালফ অব মেক্সিকো’ই ব্যবহার করে যেতে থাকে। এর জের ধরে হোয়াইট হাউস থেকে এপির সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করা হয়।
এ ঘটনায় এপি আদালতের দ্বারস্থ হলে ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ট্রেভর ম্যাকফাডেন বলেন, “ভিন্নমত বা শব্দচয়নের জন্য সংবাদমাধ্যমকে প্রবেশ থেকে বঞ্চিত করা যুক্তরাষ্ট্রের সংবিধান পরিপন্থী।” তিনি আরও যোগ করেন, “সরকার যদি একদল সাংবাদিককে সুযোগ দেয়, তবে মতপার্থক্যের কারণে অন্যদের সেই সুযোগ থেকে বঞ্চিত করতে পারে না।”
এ বিষয়ে মঙ্গলবার দেওয়া আদেশে বিচারক ম্যাকফাডেন হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিলেও আদেশের বাস্তবায়ন আগামী রোববার পর্যন্ত স্থগিত করেছেন, যাতে ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা আপিলের সুযোগ পান।
এপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল ভাষা বা নামের ভিন্নতায় তাদের প্রবেশাধিকার রুদ্ধ করা বাক্স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। সংস্থাটির মুখপাত্র লরেন ইস্টন আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “আজকের রায় সংবাদমাধ্যমের স্বাধীনতার একটি বড় জয়। এটি নিশ্চিত করেছে যে, কোনো সরকার প্রতিশোধের ভয় দেখিয়ে মত প্রকাশের অধিকার খর্ব করতে পারে না।”
উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ক’দিনের মধ্যেই ট্রাম্প ‘গালফ অব মেক্সিকো’-এর নাম বদলের নির্দেশ দেন। গুগল ম্যাপেও সেই নাম পরিবর্তন দেখা গেছে বলে জানা গেছে। তবে এপি বলছে, তারা তাদের সাংবাদিকতার নীতিমালা অনুসারে প্রকৃত নামই ব্যবহার করে যাবে।
এই ঘটনা মার্কিন গণতন্ত্রে বাক্স্বাধীনতা ও রাষ্ট্রীয় ক্ষমতার সীমা নিয়ে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে।