০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া: মার্কিন হামলার আশঙ্কায় প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 68

ছবি সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ইঙ্গিতে উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এমন উত্তেজনাকর সময়ে প্রতিবেশী আরব দেশগুলোকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, যদি মার্কিন বাহিনী ইরানে হামলার সময় কোনো আরব দেশের ভূখণ্ড, আকাশসীমা কিংবা সামরিক ঘাঁটি ব্যবহার করে, তাহলে সেই দেশগুলোকেও যুদ্ধের জবাব পেতে হবে।

ইরাক, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও তুরস্কের কাছে এই বার্তা স্পষ্টভাবে পৌঁছে দিয়েছে তেহরান। ইরান বলেছে, ‘যেকোনো ধরনের সহায়তা শত্রুতার সামিল, এর পরিণতি ভয়াবহ হবে।’ একই সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইরানের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সর্বোচ্চ চাপ’ কৌশলের আওতায় ইরানকে নতুন পারমাণবিক চুক্তিতে রাজি করাতে চাচ্ছেন। চুক্তিতে রাজি না হলে ইরানে বোমা ফেলবেন বলেও প্রকাশ্যে হুমকি দিয়েছেন তিনি। এমনকি ইতোমধ্যে দিয়েগো গার্সিয়ায় বোমারু বিমান মোতায়েন করা হয়েছে।

তবে তেহরান কোনো চাপেই মাথা নত করছে না। ট্রাম্পের সরাসরি আলোচনার প্রস্তাবও ইরান নাকচ করে দিয়েছে। পরিবর্তে তারা ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে আগ্রহী বলে জানিয়েছে।

২০১৫ সালে বারাক ওবামার আমলে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে ২০১৮ সালে ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই উত্তেজনার সূচনা হয়। এরপর দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আবারও চুক্তির জন্য চাপ দিচ্ছেন, তবে এবার সেটা হুমকি ও সামরিক প্রস্তুতির মাধ্যমে।

এই প্রেক্ষাপটে গাজা, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে চলমান সংঘাত পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। ফলে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতায় কাঁপছে।

বিশ্লেষকরা বলছেন, যদি সংঘাত ছড়িয়ে পড়ে, তাহলে তা শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গোটা মধ্যপ্রাচ্যজুড়েই ভয়াবহ আগুন জ্বলবে।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া: মার্কিন হামলার আশঙ্কায় প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

আপডেট সময় ০১:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

 

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ইঙ্গিতে উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এমন উত্তেজনাকর সময়ে প্রতিবেশী আরব দেশগুলোকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, যদি মার্কিন বাহিনী ইরানে হামলার সময় কোনো আরব দেশের ভূখণ্ড, আকাশসীমা কিংবা সামরিক ঘাঁটি ব্যবহার করে, তাহলে সেই দেশগুলোকেও যুদ্ধের জবাব পেতে হবে।

ইরাক, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও তুরস্কের কাছে এই বার্তা স্পষ্টভাবে পৌঁছে দিয়েছে তেহরান। ইরান বলেছে, ‘যেকোনো ধরনের সহায়তা শত্রুতার সামিল, এর পরিণতি ভয়াবহ হবে।’ একই সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইরানের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সর্বোচ্চ চাপ’ কৌশলের আওতায় ইরানকে নতুন পারমাণবিক চুক্তিতে রাজি করাতে চাচ্ছেন। চুক্তিতে রাজি না হলে ইরানে বোমা ফেলবেন বলেও প্রকাশ্যে হুমকি দিয়েছেন তিনি। এমনকি ইতোমধ্যে দিয়েগো গার্সিয়ায় বোমারু বিমান মোতায়েন করা হয়েছে।

তবে তেহরান কোনো চাপেই মাথা নত করছে না। ট্রাম্পের সরাসরি আলোচনার প্রস্তাবও ইরান নাকচ করে দিয়েছে। পরিবর্তে তারা ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে আগ্রহী বলে জানিয়েছে।

২০১৫ সালে বারাক ওবামার আমলে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে ২০১৮ সালে ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই উত্তেজনার সূচনা হয়। এরপর দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আবারও চুক্তির জন্য চাপ দিচ্ছেন, তবে এবার সেটা হুমকি ও সামরিক প্রস্তুতির মাধ্যমে।

এই প্রেক্ষাপটে গাজা, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে চলমান সংঘাত পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। ফলে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতায় কাঁপছে।

বিশ্লেষকরা বলছেন, যদি সংঘাত ছড়িয়ে পড়ে, তাহলে তা শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গোটা মধ্যপ্রাচ্যজুড়েই ভয়াবহ আগুন জ্বলবে।