ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়ার কিংবদন্তি বব সিম্পসনের মৃত্যু বৈঠকে অসমাপ্ত আলোচনা: ট্রাম্প ও পুতিনের কূটনৈতিক দ্বন্দ্ব এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ

বাংলাদেশসহ আরও ১২ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 45

ছবি সংগৃহীত

 

 

হজ মৌসুমের আগমুহূর্তে বাংলাদেশসহ ১৩টি দেশের নাগরিকদের জন্য ওমরা, ব্যবসা ও পারিবারিক ভিসা স্থগিত করেছে সৌদি আরব। এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে সাময়িকভাবে, যা আগামী জুনের মাঝামাঝি নাগাদ প্রত্যাহার হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

সৌদির জনপ্রিয় গণমাধ্যম এআরআই নিউজ এক প্রতিবেদনে জানায়, যারা ইতোমধ্যে ওমরা ভিসা পেয়েছেন, তারা ১৩ এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রবেশ করতে পারবেন। এরপর সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর হবে পুরোপুরি। যে দেশগুলো এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে, সেগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন।

এই সিদ্ধান্তের পেছনে সৌদি সরকারের মূল উদ্বেগ হলো হজ মৌসুমে বেআইনিভাবে হজ পালনের প্রবণতা এবং অবৈধ শ্রমবাজারের অস্থিরতা। অতীতে বহু ব্যক্তি একাধিকবার পারিবারিক বা ব্যবসায়িক ভিসা ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করে, বৈধতার সীমা অতিক্রম করে হজে অংশগ্রহণ করেছেন। এতে মক্কা ও মদিনায় অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা দেয়।

এছাড়া, অনেকে পারিবারিক বা ব্যবসায়িক ভিসার অপব্যবহার করে স্থানীয় বাজারে অবৈধভাবে কাজ শুরু করেন, যা সৌদির শ্রমনীতির পরিপন্থী। এ ধরনের কার্যকলাপ রোধে এবার কড়া অবস্থানে সৌদি কর্তৃপক্ষ।

সূত্রমতে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ সৌদি আরবে অবস্থান করলে ভবিষ্যতে তার বিরুদ্ধে পাঁচ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হতে পারে। ইতোমধ্যে পাকিস্তান সরকারকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়েছে এবং সেদেশের ওমরা ভিসাধারীদের ২৯ এপ্রিলের মধ্যে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সৌদি সরকারের এই পদক্ষেপ হজ মৌসুমে শৃঙ্খলা বজায় রাখতে এবং ভিসা নীতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, হজ মৌসুম শেষে জুনের মাঝামাঝি নাগাদ আবারও স্বাভাবিক ভিসা প্রক্রিয়া চালু হবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশসহ আরও ১২ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ

আপডেট সময় ১২:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

 

 

হজ মৌসুমের আগমুহূর্তে বাংলাদেশসহ ১৩টি দেশের নাগরিকদের জন্য ওমরা, ব্যবসা ও পারিবারিক ভিসা স্থগিত করেছে সৌদি আরব। এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে সাময়িকভাবে, যা আগামী জুনের মাঝামাঝি নাগাদ প্রত্যাহার হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

সৌদির জনপ্রিয় গণমাধ্যম এআরআই নিউজ এক প্রতিবেদনে জানায়, যারা ইতোমধ্যে ওমরা ভিসা পেয়েছেন, তারা ১৩ এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রবেশ করতে পারবেন। এরপর সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর হবে পুরোপুরি। যে দেশগুলো এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে, সেগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন।

এই সিদ্ধান্তের পেছনে সৌদি সরকারের মূল উদ্বেগ হলো হজ মৌসুমে বেআইনিভাবে হজ পালনের প্রবণতা এবং অবৈধ শ্রমবাজারের অস্থিরতা। অতীতে বহু ব্যক্তি একাধিকবার পারিবারিক বা ব্যবসায়িক ভিসা ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করে, বৈধতার সীমা অতিক্রম করে হজে অংশগ্রহণ করেছেন। এতে মক্কা ও মদিনায় অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা দেয়।

এছাড়া, অনেকে পারিবারিক বা ব্যবসায়িক ভিসার অপব্যবহার করে স্থানীয় বাজারে অবৈধভাবে কাজ শুরু করেন, যা সৌদির শ্রমনীতির পরিপন্থী। এ ধরনের কার্যকলাপ রোধে এবার কড়া অবস্থানে সৌদি কর্তৃপক্ষ।

সূত্রমতে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ সৌদি আরবে অবস্থান করলে ভবিষ্যতে তার বিরুদ্ধে পাঁচ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হতে পারে। ইতোমধ্যে পাকিস্তান সরকারকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়েছে এবং সেদেশের ওমরা ভিসাধারীদের ২৯ এপ্রিলের মধ্যে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সৌদি সরকারের এই পদক্ষেপ হজ মৌসুমে শৃঙ্খলা বজায় রাখতে এবং ভিসা নীতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, হজ মৌসুম শেষে জুনের মাঝামাঝি নাগাদ আবারও স্বাভাবিক ভিসা প্রক্রিয়া চালু হবে।