০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 282

ছবি সংগৃহীত

 

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ৩৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২১০ জনে।

বিজ্ঞাপন

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বাধিক ৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৪ জন এবং ঢাকা উত্তর সিটিতে ২৭ জন। এছাড়া খুলনা বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ৩ জন করে নতুন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৩৮৫ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ১৩ হাজার ৯৬৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার এই সময়ে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তাই এডিস মশার প্রজননস্থল পরিষ্কার রাখা এবং সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জনসচেতনতা এবং স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে বলেও সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশারি ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।

সরকারি পর্যায়ে নিয়মিত পরিসংখ্যান প্রকাশের পাশাপাশি স্থানীয় পর্যায়েও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে ডেঙ্গু ঝুঁকি বেশি থাকায় এদের প্রতি আলাদা যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মতে, এখনই সময় সচেতন হওয়ার নাহলে আগামি দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ জন

আপডেট সময় ০৬:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

 

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ৩৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২১০ জনে।

বিজ্ঞাপন

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বাধিক ৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৪ জন এবং ঢাকা উত্তর সিটিতে ২৭ জন। এছাড়া খুলনা বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ৩ জন করে নতুন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৩৮৫ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ১৩ হাজার ৯৬৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার এই সময়ে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তাই এডিস মশার প্রজননস্থল পরিষ্কার রাখা এবং সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জনসচেতনতা এবং স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে বলেও সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশারি ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।

সরকারি পর্যায়ে নিয়মিত পরিসংখ্যান প্রকাশের পাশাপাশি স্থানীয় পর্যায়েও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে ডেঙ্গু ঝুঁকি বেশি থাকায় এদের প্রতি আলাদা যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মতে, এখনই সময় সচেতন হওয়ার নাহলে আগামি দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।