হোটেল অগ্নিকাণ্ড
তুরস্কের বোলুতে হোটেল অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, আহত ৩২
তুরস্কের স্কি রিসোর্ট শহর বোলুর একটি হোটেলে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, নিহতদের মধ্যে দুইজন জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ হারান। ১২তলা বিশিষ্ট গ্র্যান্ড কারটাল হোটেলে মঙ্গলবার রাত ৩টা ২৭ মিনিটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তখন হোটেলটিতে ছুটি কাটাতে থাকা ২৩৪ জন অতিথি অবস্থান করছিলেন।
বোলুর গভর্নর আবদুলআজিজ আইদিন জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় হোটেলের চতুর্থ তলার রেস্তোরাঁ থেকে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ওপরের তলাগুলোতে। আতঙ্কিত অতিথিরা জানালার চাদর বেঁধে পালানোর চেষ্টা করেন, যা ফুটেজে ধরা পড়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান একাধিক মন্ত্রী। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং উদ্ধারকাজ চলছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে।