০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 191

ছবি সংগৃহীত

 

 

রাজধানীর টিকাটুলির একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে মামুন প্লাজা নামে একটি ভবনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজ্ঞাপন

প্রায় দুই ঘণ্টার টানা চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা।

প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ধারণা করা হচ্ছে, কেমিক্যাল সংরক্ষণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই টিকাটুলি এলাকার মামুন প্লাজার গোডাউনে সাতটি ইউনিট কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের তীব্রতা এবং দাহ্য পদার্থের উপস্থিতির কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নেভানোর পর ভবনটি তল্লাশি করা হবে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হতে পারে।

এদিকে এ ধরনের কেমিক্যাল গোডাউনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে বজায় রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আপডেট সময় ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

রাজধানীর টিকাটুলির একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে মামুন প্লাজা নামে একটি ভবনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজ্ঞাপন

প্রায় দুই ঘণ্টার টানা চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা।

প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ধারণা করা হচ্ছে, কেমিক্যাল সংরক্ষণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই টিকাটুলি এলাকার মামুন প্লাজার গোডাউনে সাতটি ইউনিট কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের তীব্রতা এবং দাহ্য পদার্থের উপস্থিতির কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নেভানোর পর ভবনটি তল্লাশি করা হবে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হতে পারে।

এদিকে এ ধরনের কেমিক্যাল গোডাউনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে বজায় রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।