০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
শিরোনাম :
জাতীয় নির্বাচনের দিন গণভোট শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করলো যুক্তরাজ্য এই সপ্তাহে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জানুন কখন কোথায় খেলবে দুই বিশ্বচ্যাম্পিয়ন অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশেষ অতিথি মেসি ও আর্জেন্টিনা দল ইউক্রেনে রুশ ড্রোন আটকাতে ফ্রান্সের পুরনো মাছ ধরার জাল ব্যবহৃত হচ্ছে মায়েরা কাজ করবে ৫ ঘণ্টা, বাকি ৩ ঘণ্টার বেতন দেবে সরকার: জামায়াত আমির পাকিস্তানে আদালতের বাইরে বিস্ফোরণ, নিহত ১২ সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি ট্রাম্পের

টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 157

ছবি সংগৃহীত

 

 

রাজধানীর টিকাটুলির একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে মামুন প্লাজা নামে একটি ভবনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজ্ঞাপন

প্রায় দুই ঘণ্টার টানা চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা।

প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ধারণা করা হচ্ছে, কেমিক্যাল সংরক্ষণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই টিকাটুলি এলাকার মামুন প্লাজার গোডাউনে সাতটি ইউনিট কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের তীব্রতা এবং দাহ্য পদার্থের উপস্থিতির কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নেভানোর পর ভবনটি তল্লাশি করা হবে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হতে পারে।

এদিকে এ ধরনের কেমিক্যাল গোডাউনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে বজায় রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আপডেট সময় ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

রাজধানীর টিকাটুলির একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে মামুন প্লাজা নামে একটি ভবনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজ্ঞাপন

প্রায় দুই ঘণ্টার টানা চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা।

প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ধারণা করা হচ্ছে, কেমিক্যাল সংরক্ষণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই টিকাটুলি এলাকার মামুন প্লাজার গোডাউনে সাতটি ইউনিট কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের তীব্রতা এবং দাহ্য পদার্থের উপস্থিতির কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নেভানোর পর ভবনটি তল্লাশি করা হবে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হতে পারে।

এদিকে এ ধরনের কেমিক্যাল গোডাউনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে বজায় রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।