শিরোনাম :
বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি ট্রাম্পের
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৬:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 128
বক্তব্য ভুলভাবে সম্পাদনার ঘটনায় এবার বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তথ্যচিত্রটি ‘পূর্ণ ও ন্যায্যভাবে প্রত্যাহার’ করার জন্য বিবিসিকে ১৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের আইনজীবীরা। অন্যথায় ১০০ কোটি ডলারের মামলার মুখোমুখি হতে হবে বলে জানানো হয়েছে।
বিবিসির একটি অভ্যন্তরীণ স্মারকলিপিতে বলা হয়েছে, প্যানোরামা’ প্রোগ্রামটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের দুটি অংশ সম্পাদনা করে এমনভাবে যুক্ত করেছে, যাতে মনে হয় তিনি ২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় সরাসরি উস্কানি দিয়েছেন।




















