শিরোনাম : 
                    
                    নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা
 
																
								
							
                                
                              							  খবরের কথা ডেস্ক									
								
                                
                                - আপডেট সময় ০৭:২২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / 106
দ্য অ্যাটলান্টিকের প্রতিবেদনে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকজন শীর্ষ কর্মকর্তা—স্টিফেন ও কেটি মিলার, মার্কো রুবিও, ক্রিস্টি নোয়েম, পিট হেগসেথ এবং ড্যান ড্রিসকল—ওয়াশিংটন ঘিরে থাকা কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে স্থানান্তর করেছেন নিরাপত্তাজনিত কারণে।
এই পদক্ষেপ নেওয়া হয় কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ, অনলাইন হয়রানি এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনাগুলোর পর।
স্টিফেন মিলার বলেন, “মানুষকে অমানবিক ও অপমান করার সুসংগঠিত প্রচারণা চলছে।”
বর্তমানে এ কর্মকর্তারা ফোর্ট ম্যাকনেইর, জয়েন্ট বেস আনাকোস্টিয়া-বোলিং এবং জয়েন্ট বেস মায়ার-হেন্ডারসন হলে অবস্থান করছেন—যেগুলো সাধারণত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের জন্য নির্ধারিত।
 
																			 
																		 
										


















