০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে হুথি বাহিনীর অভিযান, আটক ২০ কর্মী হংকং বিমানবন্দরে বড় দুর্ঘটনা: সাগরে পড়ল কার্গো প্লেন, নিহত ২ কর্মী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

রক্তক্ষয়ী সংঘর্ষের পর সীমান্তে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 76

ছবি: সংগৃহীত

 

তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানের সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) থেকে কার্যকর হয় এই অস্থায়ী যুদ্ধবিরতি। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

ইসলামাবাদ এক বিবৃতিতে জানায়, সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে এবং আলোচনার মাধ্যমে সমস্যার ইতিবাচক সমাধান বের করতে উভয় দেশ যৌথভাবে কাজ করবে। বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি জটিল হলেও সংলাপের মাধ্যমে তা সমাধানযোগ্য।

বিজ্ঞাপন

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবটি আফগানিস্তানই দিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কাবুল।

এর আগে বুধবার ভোরে পাকিস্তান জানায়, রাতভর সামরিক অভিযানে তারা বহু আফগান নিরাপত্তা সদস্য ও ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলে উল্লেখ করে পাকিস্তান।

ইসলামাবাদ আরও দাবি করে, আফগানিস্তানের পক্ষ থেকে অপ্ররোচিত হামলার জবাবে তারা কয়েকটি ট্যাংক ও সামরিক পোস্ট ধ্বংস করেছে।

অন্যদিকে, তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, তাদের পাল্টা হামলায় একটি পাকিস্তানি সীমান্ত পোস্ট ধ্বংস করা হয়েছে এবং একটি ট্যাংক দখল করা হয়েছে।

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান এমন সব সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। ইসলামাবাদের দাবি, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর এসব হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

রক্তক্ষয়ী সংঘর্ষের পর সীমান্তে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান

আপডেট সময় ০৯:৫৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

 

তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানের সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) থেকে কার্যকর হয় এই অস্থায়ী যুদ্ধবিরতি। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

ইসলামাবাদ এক বিবৃতিতে জানায়, সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে এবং আলোচনার মাধ্যমে সমস্যার ইতিবাচক সমাধান বের করতে উভয় দেশ যৌথভাবে কাজ করবে। বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি জটিল হলেও সংলাপের মাধ্যমে তা সমাধানযোগ্য।

বিজ্ঞাপন

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবটি আফগানিস্তানই দিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কাবুল।

এর আগে বুধবার ভোরে পাকিস্তান জানায়, রাতভর সামরিক অভিযানে তারা বহু আফগান নিরাপত্তা সদস্য ও ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলে উল্লেখ করে পাকিস্তান।

ইসলামাবাদ আরও দাবি করে, আফগানিস্তানের পক্ষ থেকে অপ্ররোচিত হামলার জবাবে তারা কয়েকটি ট্যাংক ও সামরিক পোস্ট ধ্বংস করেছে।

অন্যদিকে, তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, তাদের পাল্টা হামলায় একটি পাকিস্তানি সীমান্ত পোস্ট ধ্বংস করা হয়েছে এবং একটি ট্যাংক দখল করা হয়েছে।

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান এমন সব সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। ইসলামাবাদের দাবি, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর এসব হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।