০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

রক্তক্ষয়ী সংঘর্ষের পর সীমান্তে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 129

ছবি: সংগৃহীত

 

তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানের সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) থেকে কার্যকর হয় এই অস্থায়ী যুদ্ধবিরতি। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

ইসলামাবাদ এক বিবৃতিতে জানায়, সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে এবং আলোচনার মাধ্যমে সমস্যার ইতিবাচক সমাধান বের করতে উভয় দেশ যৌথভাবে কাজ করবে। বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি জটিল হলেও সংলাপের মাধ্যমে তা সমাধানযোগ্য।

বিজ্ঞাপন

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবটি আফগানিস্তানই দিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কাবুল।

এর আগে বুধবার ভোরে পাকিস্তান জানায়, রাতভর সামরিক অভিযানে তারা বহু আফগান নিরাপত্তা সদস্য ও ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলে উল্লেখ করে পাকিস্তান।

ইসলামাবাদ আরও দাবি করে, আফগানিস্তানের পক্ষ থেকে অপ্ররোচিত হামলার জবাবে তারা কয়েকটি ট্যাংক ও সামরিক পোস্ট ধ্বংস করেছে।

অন্যদিকে, তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, তাদের পাল্টা হামলায় একটি পাকিস্তানি সীমান্ত পোস্ট ধ্বংস করা হয়েছে এবং একটি ট্যাংক দখল করা হয়েছে।

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান এমন সব সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। ইসলামাবাদের দাবি, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর এসব হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

রক্তক্ষয়ী সংঘর্ষের পর সীমান্তে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান

আপডেট সময় ০৯:৫৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

 

তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানের সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) থেকে কার্যকর হয় এই অস্থায়ী যুদ্ধবিরতি। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

ইসলামাবাদ এক বিবৃতিতে জানায়, সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে এবং আলোচনার মাধ্যমে সমস্যার ইতিবাচক সমাধান বের করতে উভয় দেশ যৌথভাবে কাজ করবে। বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি জটিল হলেও সংলাপের মাধ্যমে তা সমাধানযোগ্য।

বিজ্ঞাপন

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবটি আফগানিস্তানই দিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কাবুল।

এর আগে বুধবার ভোরে পাকিস্তান জানায়, রাতভর সামরিক অভিযানে তারা বহু আফগান নিরাপত্তা সদস্য ও ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলে উল্লেখ করে পাকিস্তান।

ইসলামাবাদ আরও দাবি করে, আফগানিস্তানের পক্ষ থেকে অপ্ররোচিত হামলার জবাবে তারা কয়েকটি ট্যাংক ও সামরিক পোস্ট ধ্বংস করেছে।

অন্যদিকে, তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, তাদের পাল্টা হামলায় একটি পাকিস্তানি সীমান্ত পোস্ট ধ্বংস করা হয়েছে এবং একটি ট্যাংক দখল করা হয়েছে।

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান এমন সব সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। ইসলামাবাদের দাবি, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর এসব হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।