১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করলো যুক্তরাজ্য এই সপ্তাহে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জানুন কখন কোথায় খেলবে দুই বিশ্বচ্যাম্পিয়ন অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশেষ অতিথি মেসি ও আর্জেন্টিনা দল ইউক্রেনে রুশ ড্রোন আটকাতে ফ্রান্সের পুরনো মাছ ধরার জাল ব্যবহৃত হচ্ছে মায়েরা কাজ করবে ৫ ঘণ্টা, বাকি ৩ ঘণ্টার বেতন দেবে সরকার: জামায়াত আমির পাকিস্তানে আদালতের বাইরে বিস্ফোরণ, নিহত ১২ সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি ট্রাম্পের স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরিতে বেড়েছে ২ হাজার ৫০৭ টাকা সিরিয়ার স্থিতিশীলতায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস ট্রাম্পের

রক্তক্ষয়ী সংঘর্ষের পর সীমান্তে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 102

ছবি: সংগৃহীত

 

তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানের সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) থেকে কার্যকর হয় এই অস্থায়ী যুদ্ধবিরতি। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

ইসলামাবাদ এক বিবৃতিতে জানায়, সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে এবং আলোচনার মাধ্যমে সমস্যার ইতিবাচক সমাধান বের করতে উভয় দেশ যৌথভাবে কাজ করবে। বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি জটিল হলেও সংলাপের মাধ্যমে তা সমাধানযোগ্য।

বিজ্ঞাপন

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবটি আফগানিস্তানই দিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কাবুল।

এর আগে বুধবার ভোরে পাকিস্তান জানায়, রাতভর সামরিক অভিযানে তারা বহু আফগান নিরাপত্তা সদস্য ও ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলে উল্লেখ করে পাকিস্তান।

ইসলামাবাদ আরও দাবি করে, আফগানিস্তানের পক্ষ থেকে অপ্ররোচিত হামলার জবাবে তারা কয়েকটি ট্যাংক ও সামরিক পোস্ট ধ্বংস করেছে।

অন্যদিকে, তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, তাদের পাল্টা হামলায় একটি পাকিস্তানি সীমান্ত পোস্ট ধ্বংস করা হয়েছে এবং একটি ট্যাংক দখল করা হয়েছে।

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান এমন সব সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। ইসলামাবাদের দাবি, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর এসব হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

রক্তক্ষয়ী সংঘর্ষের পর সীমান্তে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান

আপডেট সময় ০৯:৫৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

 

তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানের সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) থেকে কার্যকর হয় এই অস্থায়ী যুদ্ধবিরতি। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

ইসলামাবাদ এক বিবৃতিতে জানায়, সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে এবং আলোচনার মাধ্যমে সমস্যার ইতিবাচক সমাধান বের করতে উভয় দেশ যৌথভাবে কাজ করবে। বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি জটিল হলেও সংলাপের মাধ্যমে তা সমাধানযোগ্য।

বিজ্ঞাপন

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবটি আফগানিস্তানই দিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কাবুল।

এর আগে বুধবার ভোরে পাকিস্তান জানায়, রাতভর সামরিক অভিযানে তারা বহু আফগান নিরাপত্তা সদস্য ও ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলে উল্লেখ করে পাকিস্তান।

ইসলামাবাদ আরও দাবি করে, আফগানিস্তানের পক্ষ থেকে অপ্ররোচিত হামলার জবাবে তারা কয়েকটি ট্যাংক ও সামরিক পোস্ট ধ্বংস করেছে।

অন্যদিকে, তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, তাদের পাল্টা হামলায় একটি পাকিস্তানি সীমান্ত পোস্ট ধ্বংস করা হয়েছে এবং একটি ট্যাংক দখল করা হয়েছে।

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান এমন সব সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। ইসলামাবাদের দাবি, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর এসব হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।