ব্ল্যাকরক সৌদি আরবে শক্তিশালী অবস্থান গড়ল

- আপডেট সময় ০৩:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / 7
যুক্তরাষ্ট্রের বিনিয়োগ জায়ান্ট ব্ল্যাকরক এর মালিকানাধীন Global Infrastructure Partners (GIP) সৌদি তেল ও গ্যাস কোম্পানি আরামকো-র সঙ্গে ১১ বিলিয়ন ডলার মূল্যের চুক্তি করেছে। চুক্তির আওতায় তারা জাফুরাহ বেসিনের প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ ইউনিট লিজে নেবে এবং পরে পুনঃলিজে আরামকোর কাছে ফেরত দেবে।
সম্পদগুলো পরিচালনা করবে নতুন কোম্পানি Jafurah Midstream Gas Company। আরামকো ৫১% নিয়ন্ত্রণ রাখবে আর GIP ও তার সহ বিনিয়োগকারীরা ৪৯% অংশ পাবে।
২০২১ সালে ব্ল্যাকরক আরামকোর গ্যাস পাইপলাইনে ৪৯% অংশ অর্জন করেছিল। ২০২৩ সালে আরামকোর প্রেসিডেন্ট আমিন নাসেরকে ব্ল্যাকরকের বোর্ডে আমন্ত্রণ জানানো হয়।
২০২৪ সালে ব্ল্যাকরক সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে BRIM বিনিয়োগ প্ল্যাটফর্ম চালু করেছে।
এই উদ্যোগ ব্ল্যাকরককে সৌদি তেল ও গ্যাসে আরও প্রভাব বিস্তার করার সুযোগ দিয়েছে, পাশাপাশি ইসরায়েলের অস্ত্র নির্মাতা এবং মার্কিন অস্ত্র সরবরাহকারীদেরও অর্থায়ন চালিয়ে যাচ্ছে।