তারেক রহমানকে টার্গেট করে চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র: রিজভী

- আপডেট সময় ০৪:০০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 4
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপি এবং তারেক রহমানকে টার্গেট করে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রে আন্তর্জাতিক শক্তির পাশাপাশি কয়েকটি ইসলামিক দলও যুক্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
সোমবার (১৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত চিকিৎসকদের প্রতিবাদ সভায় এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, “রাষ্ট্রের ভেতর ও বাইরে থেকে বিএনপিকে হেয় করার জন্য নানা অপকৌশল চলছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে।”
তারেক রহমান কখনো কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি উল্লেখ করে রিজভী জানান, দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে এখন পর্যন্ত ৫ থেকে ৬ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি।
সম্প্রতি রাজধানীর মিডফোর্ড এলাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রসঙ্গে রিজভী বলেন, “দুএকটি ইসলামী দল জনগণকে বিভ্রান্ত করতে অপপ্রচার চালাচ্ছে। ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে, তাদের অনেকের নাম মামলায় নেই। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করুন।”
তিনি প্রশ্ন তুলে বলেন, “এই ঘটনা ঘটার দুই দিন পরে ভিডিও কেন ভাইরাল হলো? নিশ্চয়ই এর পেছনে কোনো রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক মহলের ইন্ধন আছে।”
বিএনপিকে একটি বৃহৎ রাজনৈতিক পরিবার আখ্যা দিয়ে রিজভী বলেন, “বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অপকর্মের চেষ্টা করছে। তবে এসব অপতৎপরতার খবর পাওয়া মাত্রই তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন।”
রিজভী তার বক্তব্যে এও বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। অথচ সত্য গোপন করে ভিডিও, ছবি, বক্তব্যের খণ্ডিত অংশ তুলে ধরে বিএনপিকে দোষী প্রমাণ করার চেষ্টা হচ্ছে।
তিনি দৃঢ়কণ্ঠে বলেন, “বিএনপি সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত। জনগণের পাশে থেকে সত্যের পক্ষে লড়াই চালিয়ে যাবে।”