নিবন্ধন স্থগিত হলেও ‘নৌকা’ থাকছে, ‘শাপলা’ প্রতীক যুক্ত হচ্ছে না: ইসি

- আপডেট সময় ১০:২৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 14
নিবন্ধন স্থগিত হলেও আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক আপাতত নির্বাচনী তফসিল থেকে বাদ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবিকৃত ‘শাপলা’ প্রতীক এখনই অন্তর্ভুক্ত হচ্ছে না।
রোববার (১৩ জুলাই) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও দলটির প্রতীক নৌকা নির্বাচন কমিশনের তফসিলে থাকবে। প্রতীকগুলো ইসির সংরক্ষিত তালিকায় থাকে এবং কোনো দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে তফসিল থেকে তা বাদ দেওয়া যায় না। সুতরাং, আপাতত নৌকা প্রতীক থাকছে।”
জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “যেকোনো রাজনৈতিক দল ইচ্ছা করলে যেকোনো প্রতীক দাবি করতে পারে। তবে যেহেতু শাপলা প্রতীক ইসির বর্তমান তফসিলে নেই, তাই সেটি এখনই অন্তর্ভুক্ত হচ্ছে না। ভবিষ্যতে এনসিপি নিবন্ধিত দল হিসেবে স্বীকৃতি পেলে তখন বিষয়টি পর্যালোচনার সুযোগ থাকবে।”
এর আগে এনসিপির শীর্ষ নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা যুক্তি দেন, নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগের প্রতীক তফসিলে থাকতে পারে না। এ বিষয়ে নির্বাচন কমিশন যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে, তা সংশোধন করে ‘নৌকা’ প্রতীক বাদ দেওয়ার পক্ষে তারা আইনি যুক্তি তুলে ধরেন। সিইসি জানান, তারা বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেবেন।
উল্লেখ্য, গত ১৩ মে অন্তর্বর্তী সরকারের এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।
সাম্প্রতিক এই অবস্থান ইসির নির্বাচনী তফসিল ও প্রতীক ব্যবস্থাপনার নীতিমালা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, আইন মন্ত্রণালয় ও ইসির সমন্বয়ে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী আসে।