বিএনপি ধরে নিয়েছে তারা ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম চালাবে: জামায়াত নায়েবে আমির

- আপডেট সময় ০৫:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / 1
বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেছেন, বিএনপি ধরে নিয়েছে তারা আবার ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম চালাবে।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর পল্টনে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
ডা. তাহের বলেন, “আগামী নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, তাকেই ক্ষমতায় আসতে হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে দেশ কঠিন সঙ্কটের দিকে যাবে, যা জনগণ মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণ প্রয়োজনে আবারও লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবে। সংস্কারবিহীন কোনো নির্বাচন জামায়াত মেনে নেবে না।”
জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, “জুলাই বিপ্লবকে নিয়ে কেউ কেউ ব্যর্থতার কথা বলছেন, কারণ এখনো কাঙ্ক্ষিত সংস্কার ও ন্যায়বিচার দৃশ্যমান হয়নি। কিন্তু আমাদের দৃষ্টিতে জুলাই ছিল এক মহান অর্জন। ওই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে বিদায় জানিয়ে জনগণকে মুক্ত করা হয়েছিল।”
তার ভাষায়, “জুলাই ব্যর্থ হয়েছে বলা ঠিক নয়, বরং এই বিপ্লব এমন এক রাজনৈতিক ঐক্য তৈরি করেছিল, যেখানে নানা মতের দলগুলোও এক মঞ্চে আসতে পেরেছিল। জনগণ এখন অনেক বেশি সচেতন, স্বৈরাচারী মানসিকতা একেবারে নির্মূল হয়নি, তবে ভোটের মাধ্যমে জনগণই সেই শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করবে।”
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, “শহীদ পরিবারের সঙ্গে কথা না বলে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সরকারের উচিত হবে না। রাজনৈতিক নেতারা শুধু নির্বাচনকেন্দ্রিক কথা বলছেন, কিন্তু বিচার প্রক্রিয়া ও কাঠামোগত সংস্কারের বিষয়ে নীরব রয়েছেন।”
তিনি দাবি করেন, “যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। জনগণ সজাগ রয়েছে এবং সঠিক সময়ে সঠিক জবাব দেবে।”
দোয়া মাহফিলে অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় বক্তারা রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।