ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের মণিপুরে দুর্বৃত্তদের গুলিতে কুকি জনগোষ্ঠীর ৪ জন নিহত জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য হবে না: অর্থ উপদেষ্টা জুলাই থেকে কক্সবাজারে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট বিএনপি ধরে নিয়েছে তারা ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম চালাবে: জামায়াত নায়েবে আমির ফোনালাপ বিতর্কে সাময়িক বরখাস্ত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের মূল মর্মবাণী ছিল ফ্যাসিবাদ দূর করে একটি নতুন বাংলাদেশ গড়া: প্রধান উপদেষ্টা ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে মাদরাসাছাত্রীর মৃত্যু, নিখোঁজ আরও ২ শিশু যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে দুই ইঞ্জিনিয়ারসহ নিহত ৩ অবশেষে পরীক্ষায় বসলেন আনিসা জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব: আহ্বায়ক নাহিদ ইসলাম

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পরবর্তী শুনানি ৭ জুলাই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি মঙ্গলবার শেষ হয়েছে। তবে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত দুই আইনজীবী শুনানির জন্য প্রস্তুতির সুযোগ চেয়ে আদালতের কাছে সময়ের আবেদন করেন। আদালত তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী শুনানির দিন ৭ জুলাই ধার্য করেছেন।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সময় রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আদালতের সামনে উপস্থাপন করেন। তিনি অভিযোগ গঠন করে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর অনুমতি প্রার্থনা করেন।

অপরদিকে, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা আদালতকে জানান, তারা শুনানির জন্য যথেষ্ট প্রস্তুত নন এবং আরও সময় প্রয়োজন। আদালত এই যুক্তি গ্রহণ করে আগামী ৭ জুলাই পুনরায় শুনানির তারিখ নির্ধারণ করেন।

এ মামলার আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী আদালতে বলেন, তারা অভিযোগ গঠনের বিষয়ে কোনো শুনানি করতে চান না।

উল্লেখ্য, এই মামলায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নিরীহ ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা, হত্যা, হত্যাচেষ্টার প্ররোচনা এবং ষড়যন্ত্রের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ওই সময় রাজনৈতিক কর্মকাণ্ড দমনের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে হামলা ও নির্যাতন চালানোর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগেই শেখ হাসিনাসহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের দাবি।

এ বিষয়ে ট্রাইব্যুনাল জানিয়েছে, আগামী ধার্য তারিখে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের প্রস্তুতির ভিত্তিতে পুনরায় শুনানি হবে। আদালত আশা করছে, ওই দিনেই অভিযোগ গঠন প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু করা সম্ভব হবে।

অভিযোগ প্রমাণিত হলে আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি কার্যকর করা যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রসিকিউটররা।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পরবর্তী শুনানি ৭ জুলাই

আপডেট সময় ০২:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি মঙ্গলবার শেষ হয়েছে। তবে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত দুই আইনজীবী শুনানির জন্য প্রস্তুতির সুযোগ চেয়ে আদালতের কাছে সময়ের আবেদন করেন। আদালত তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী শুনানির দিন ৭ জুলাই ধার্য করেছেন।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সময় রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আদালতের সামনে উপস্থাপন করেন। তিনি অভিযোগ গঠন করে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর অনুমতি প্রার্থনা করেন।

অপরদিকে, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা আদালতকে জানান, তারা শুনানির জন্য যথেষ্ট প্রস্তুত নন এবং আরও সময় প্রয়োজন। আদালত এই যুক্তি গ্রহণ করে আগামী ৭ জুলাই পুনরায় শুনানির তারিখ নির্ধারণ করেন।

এ মামলার আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী আদালতে বলেন, তারা অভিযোগ গঠনের বিষয়ে কোনো শুনানি করতে চান না।

উল্লেখ্য, এই মামলায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নিরীহ ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা, হত্যা, হত্যাচেষ্টার প্ররোচনা এবং ষড়যন্ত্রের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ওই সময় রাজনৈতিক কর্মকাণ্ড দমনের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে হামলা ও নির্যাতন চালানোর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগেই শেখ হাসিনাসহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের দাবি।

এ বিষয়ে ট্রাইব্যুনাল জানিয়েছে, আগামী ধার্য তারিখে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের প্রস্তুতির ভিত্তিতে পুনরায় শুনানি হবে। আদালত আশা করছে, ওই দিনেই অভিযোগ গঠন প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু করা সম্ভব হবে।

অভিযোগ প্রমাণিত হলে আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি কার্যকর করা যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রসিকিউটররা।