ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গা/জা/য় অনির্দিষ্টকাল সেনা রাখার ঘোষণা ই*স*রা*য়ে*লের মানুষের ঢলে মুখরিত ৪০০ বছরের প্রাচীন কুলিকুন্ডার শুঁটকি মেলা দাবি আদায়ে দেশজুড়ে অবরোধ কর্মসূচি ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর ব্যবস্থা : হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার ই*স*রা*য়ে*লের ভয়াবহ হামলা গা/জা/য় আরো ২৫ ফিলিস্তিনি নিহত দেশীয় মাছের সুরক্ষা ও উৎপাদন বাড়াতে জোর দিলেন মৎস্য উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা শেষ পর্যায়ে পৌঁছেছে: প্রসিকিউটর আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তহবিল বন্ধের প্রস্তাব দিল ট্রাম্প প্রশাসন 

সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তেজনা

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

রাজধানীর ব্যস্ত সায়েন্সল্যাব মোড়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে হঠাৎ করেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বেলা ১১টা ৪০ মিনিটে শুরু হওয়া এই ঘটনায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কলেজের শিক্ষার্থীরা প্রথমে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুই দিক থেকে রাস্তায় নেমে আসা শিক্ষার্থীরা একে অপরের দিকে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। এতে আশপাশের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে থাকেন।

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে উত্তেজিত শিক্ষার্থীদের থামাতে তাদের বেশ বেগ পেতে হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় অবস্থান নিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঠিক কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। সংঘর্ষে কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে কিনা, সে সম্পর্কেও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

সংঘর্ষের ফলে সায়েন্সল্যাব মোড় এলাকায় যান চলাচলে বিপর্যয় সৃষ্টি হয়। বেশ কিছু সময় ধরে গুরুত্বপূর্ণ এই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

এদিকে, দুই কলেজের প্রশাসনের পক্ষ থেকেও শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। তারা বলেন, যেকোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি এড়িয়ে কলেজ চত্বরে ফিরে আসার জন্য ছাত্রদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে পুনরায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
৫২১ বার পড়া হয়েছে

সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তেজনা

আপডেট সময় ০১:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

 

রাজধানীর ব্যস্ত সায়েন্সল্যাব মোড়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে হঠাৎ করেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বেলা ১১টা ৪০ মিনিটে শুরু হওয়া এই ঘটনায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কলেজের শিক্ষার্থীরা প্রথমে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুই দিক থেকে রাস্তায় নেমে আসা শিক্ষার্থীরা একে অপরের দিকে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। এতে আশপাশের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে থাকেন।

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে উত্তেজিত শিক্ষার্থীদের থামাতে তাদের বেশ বেগ পেতে হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় অবস্থান নিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঠিক কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। সংঘর্ষে কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে কিনা, সে সম্পর্কেও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

সংঘর্ষের ফলে সায়েন্সল্যাব মোড় এলাকায় যান চলাচলে বিপর্যয় সৃষ্টি হয়। বেশ কিছু সময় ধরে গুরুত্বপূর্ণ এই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

এদিকে, দুই কলেজের প্রশাসনের পক্ষ থেকেও শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। তারা বলেন, যেকোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি এড়িয়ে কলেজ চত্বরে ফিরে আসার জন্য ছাত্রদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে পুনরায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।